MODI YUNUS

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান, ইউনুসকে বললেন মোদী

জাতীয় আন্তর্জাতিক

ভারত এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে একথা জানালেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্র। 
ব্যাঙ্ককে বিমস্টেক’র বৈঠকের মাঝে একান্তে বৈঠক করেন দুই দেশের দুই শীর্ষ নেতা। সেই বৈঠকে দুই দেশের শীর্ষ স্তরের আমলারাও উপস্থিত ছিলেন। 
তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনুসকে জানিয়েছেন বাংলাদেশের উন্নতি এবং অগ্রগতির জন্য ভারত সাহায্য করবে। তিনি এ-ও জানিয়েছেন যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক গড়ে তুলে চায়।’’
মিশ্র জানিয়েছেন, মোদী ইউনুসের কাছে আবেদন জানিয়েছেন দুই দেশের সম্পর্ক নষ্ট করে এমন বিষয় গুলো এড়িয়ে চলা প্রয়োজন। 
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের মধ্যে সম্পর্কে ফাটল দেখা দেয়। ইউনুস সরকারের সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা বারবার সামনে এসেছে। দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার যাতে ব্যবস্থা করা হয় সেই আবেদনও মোদী ইউনুসের কাছে করেছেন বলে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। 
দুই দেশের শীর্ষ নেতার বৈঠকে সীমান্ত সমস্যা এবং অনুপ্রবেশ নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

Comments :0

Login to leave a comment