আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নেরোকা এফসিকে ২-১ গোলে হারাল মহামেডান স্পোর্টিং ফুটবল দল। রবিবার নৈহাটি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।
গোটা ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দেয় সাদাকালো ব্রিগেড। শেষ ম্যাচে গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে, চার্চিল ব্রাদার্সের সঙ্গে ০-০ গোলে ড্র করলেও ঘরের মাঠে জয়ে ফিরল তাঁরা।
এই নিয়ে গোটা টুর্নামেন্টে সাদাকালো ব্রিগেড ৮টি জয় এবং ৩টি ড্র করেছে।
অসাধারণ ফুটবল এবং বুদ্ধিদীপ্ত পরিকল্পনার সঙ্গেই খেলছে আন্দ্রে চেরনিশভের ছেলেরা। এই ম্যাচেও সেই ধারা বজায় থাকল। আক্রমণ এবং প্রতি আক্রমণে দারুণ একটি উপভোগ্য ম্যাচ হল।
ম্যাচের ১৯ মিনিটে ডেভিডের গোলে প্রথমেই এগিয়ে যায় মহামেডান। এই খেলায় এটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। কারণ, ডেডলক ভেঙে গোল। কিন্তু সেইখানেই শেষ নয়। ম্যাচের ৩০ মিনিটে, রেমসাঙ্গার গোলে ফের এগিয়ে গেল সাদাকালো ব্রিগেডের। ফলে, এই লিডকে সঙ্গী করেই গোটা ম্যাচে কর্তৃত্ব বজায় রাখে দল।
দ্বিতীয়ার্ধেও খেলা বেশ জমে ওঠে। শুরু থেকেই
জয়ের জন্য ঝাঁপায় গোটা টিম। নেরোকা গোল করে ব্যবধান কমালেও জিততে পারেনি। আগামীতেও এই জয়কে সঙ্গী করেই এগোতে চাইছে গোটা দল। এই দুরন্ত অ্যাটাক এবং ডিফেন্সকে সাথে নিয়েই লিগ টেবিলে ভালো জায়গায় থাকতে চাইছে মহামেডান।
Comments :0