MOHUNBAGAN

আর্মির কাছে আটকে গেল মোহনবাগান

খেলা

Calcutta Football League 2023 cfl 2023 fixture Calcutta football league cfl 2023 schedule Kolkata Football News bengal football Club News

মোহনবাগান -২ ( ভিয়ান, কিয়ান)

আর্মি রেড -২ ( সুখপ্রীত, সোমরাজন) 

 

ডুরান্ড ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে পর্যুদস্ত হয়েছে মোহনবাগানের সিনিয়র দল। এই ডামাডোলের রেশ এসে পৌঁছল রিজার্ভ দলের খেলাতেও। বুধবার কলকাতার লিগের ম্যাচে আর্মি রেডের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল মোহনবাগানের রিজার্ভ টিম।

এদিন প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। ২১ মিনিটে বাগানের হয়ে গোল করেন ভিয়ান মোরগড। প্রথমার্ধের  শেষে খেলার ফলাফল ছিল ১-০।

দ্বিতীয়ার্ধে  প্রবলভাবে ম্যাচে   ফেরে সেনাবাহিনী। ৪৭ মিনিটে সুখপ্রীত সিং এর গোলে সমতা ফেরায় আর্মি রেড। যদিও ৫৯ মিনিটে কিয়ান  নাসিরির গোলে এগিয়ে যায় বাগান। রবি বাহাদুরের অ্যাসিস্ট থেকে গোল করেন কিয়ান।

ম্যাচের একদম অন্তিম পর্বে এসে ফের একবার সমতা ফেরায় আর্মি। সংযুক্ত সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মন্টি সোমরাজন।

এদিনের ম্যাচে বাগানের বল দখলের হার ছিল ৬৯ শতাংশ। বল দখলে এগিয়ে থাকলেও মাঝমাঠের পুরো নিয়ন্ত্রণ নিতে পারেনি বাগান। তারফলে মোহনবাগানের তুলনায় বেশি গোলমুখি শট  নিয়েছে আর্মি রেড। এদিন বিপক্ষের গোল লক্ষ্য করে মোট ১২ টি শট  নিয়েছেন আর্মির ফুটবলাররা। অপরদিকে মোহনবাগান নিয়েছে মাত্র সাতটি শট।

এখনও অবধি কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের এ গ্রুপে মোহনবাগান ৮ ম্যাচ খেলে ফেলেছে। ৮ ম্যাচে তাদের সংগ্রহ ২০ পয়েন্ট। গ্রুপ শীর্ষে থাকা  কালীঘাট মিলন সমিতির সঙ্গে বাগানের পয়েন্ট এর পার্থক্য মাত্র ১।

Comments :0

Login to leave a comment