MOHUNBAGAN

কলকাতা লিগে অপ্রতিরোধ্য মোহনবাগান, হারাল ইউনাইটেড স্পোর্টসকে

খেলা

cfl indian football united sports mohun bagan kolkata football bengali news

কলকাতা ফুটবল লিগে অপ্রতিরোধ্য মোহনবাগান। ইউনাইটেড স্পোর্টসকে ২-০ গোলে হারাল সবুজ মেরুন ব্রিগেড।

শনিবার নিজেদের মাঠে ইউনাইটেড স্পোর্টসের মুখোমুখি হয় বাস্তব রায়ের ছেলেরা। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ৫-০ গোলে জয়ের পর, আবার কলকাতা লিগে সেরা পারফরম্যান্সের ধারা বজায় রাখল সবুজ মেরুন ব্রিগেড।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ শুরু করে তাঁরা। গ্যালারি জুড়ে সমর্থকদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রথমার্ধেই নংদোম্বা নাওরেমের গোলে এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধেও একফোঁটা আত্মতুষ্টি আসেনি গোটা দলের মধ্যে। সেকেন্ড হাফে গোল করেন সেই সুহেল।

এরপর ম্যাচে আর কোনও গোল না হলেও, কর্তৃত্ব বজায় রাখে বাগান শিবিরই। শেষপর্যন্ত ২-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে তাঁরা।  

অন্যদিকে, আগামী সোমবার ডুরান্ড কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগানের সামনে রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি। তার আগে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস জোগাবে গোটা দলকে।

Comments :0

Login to leave a comment