ডুরান্ড কাপের শুরুতেই ধাক্কা খেল সাদাকালো ব্রিগেড। মুম্বই সিটি এফসির কাছে ৩-১ গোলে হার মহামেডান স্পোর্টিং-এর।
কলকাতা লিগে ভালো পারফরম্যান্স দেখালেও, ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই হারতে হল তাঁদের। শনিবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী মুম্বই সিটি এফসির কাছে রীতিমতো পর্যুদস্ত হল মহামেডান স্পোর্টিং ফুটবল দল।
শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে মুম্বই। ম্যাচের ১২ মিনিটে, গ্রিফিথের গোলে এগিয়ে যায় মুম্বই। তবে সেখানেই শেষ নয়। ঠিক ২৪ মিনিটের মাথায় পেরেইরা দিয়াজের গোলে ব্যবধান আরও বাড়ায় তাঁরা। মুম্বইয়ের আক্রমণ সামলাতে তখন হিমশিম খাচ্ছে মহামেডান। ম্যাচের ৩৫ মিনিটে আবারও গোল মুম্বইয়ের, এবার ছাংতে। ম্যাচের ৪১ মিনিটে মহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন ডেভিড। প্রথমার্ধে ম্যাচের ফলাফল দাঁড়ায় ৩-১।
দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হয়নি। শেষপর্যন্ত, ৩-১ গোলে জিতে ডুরান্ড কাপ অভিযান শুরু করল মুম্বই সিটি এফসি।
Comments :0