2024 PARIS OLYMPIC

শেষ হল প্যারিস অলিম্পিক

খেলা

Olympic

প্যারিসের স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল ২০২৪ সালের প্যারিস অলিম্পিক। ২৬ জুলাই শুরু হয় বিশ্বের সবথেকে বড় ক্রীড়া আসর। স্নুপ ডগ, বিল্লি ইলেশ, রেড হট চিলি পেপারের মত জনপ্রিয় শিল্পী এবং সঙ্গীতের ব্যান্ড সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেন। 

এবারের অলিম্পিকে সর্বোচ্চ ৪০টি করে সোনার মেডেল জিতেছে আমেরিকা এবং চীন। কিন্তু মোট মেডেলে এগিয়ে থাকায় শীর্ষস্থানে রয়েছে আমেরিকা। ২০টি সোনার মেডেল নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জাপান। 

অলিম্পিকের মেডেল তালিকায় ভারত রয়েছে ৭১ তম স্থানে। এই অলিম্পিকে হকিতে ব্রোঞ্জ এবং জ্যাভলিন ছোড়ায় রূপো সহ মোট ৬টি মেডেল নিয়ে ভারত রয়েছে ৭১ তম স্থানে। ২০২০ সালের অলিম্পিকে নীরজ চোপড়ার সোনার মেডেল সহ ৭টি মেডেল নিয়ে ভারত ছিল ৪৮ তম স্থানে। 

মহিলাদের ৫০ কিলোগ্রাম কুস্তির ফাইনালে বেশি ওজনের জন্য খেলতে পারেননি ভিনেশ ফোগট। তিনি রূপোর মেডেলের আবেদন জানিয়ে কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে গিয়েছেন। আদালত এই সংক্রান্ত মামলায় মঙ্গলবার রায় দেবে। 

সোমবারের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেন শুটিংয়ে জোড়া ব্রোঞ্জ পদকজয়ী মনু ভাখড় এবং ব্রোঞ্জ জয়ী হকি দলের গোলরক্ষক শ্রীজেশ। 

সমাপ্তি অনুষ্ঠানের আগে শেষ প্রতিযোগিতা ছিল মহিলাদের ম্যারাথন দৌড়। সেই দৌড়ে সোনা জেতেন নেদারল্যান্ডসের সিফান হাসান। তিনি ৩ সেকেন্ডের ব্যবধানে ইথিওপিয়ার টিগস্ট আসেফাকে পরাজিত করেন। তৃতীয় হন কেনিয়ার হেলেন ওবিরি। 

অলিম্পিকের যবনীকা পতনের আগে স্টেডিয়ামে অভিবাদন জানানো হয় বিশ্বের ১৫০টি দেশ থেকে আসা স্বেচ্ছাসেবকদের। মূলত তাঁদের বিরামহীন পরিশ্রমেই সুষ্ঠু ভাবে অলিম্পিক সম্পন্ন হয়েছে। 

অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানের আসরে এদিন উপস্থিত ছিলেন ৯ হাজারের বেশি প্রতিযোগি এবং আড়াইশোর বেশি সাংস্কৃতিক কর্মী। এদিন দর্শকদের মাঝে আমেরিকার জাতীয় সঙ্গীত গান জনপ্রিয় আমেরিকান শিল্পী এইচ.ই.আর। সেই গানের মধ্য দিয়ে ২০২৮ সালে আমেরিকার লস এঞ্জেলেস অলিম্পিকের প্রস্তুতি শুরু হয়ে গেল। 

 

Comments :0

Login to leave a comment