শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ার সেনা ক্যাম্পের সামনে থেকে এক আফগানি যুবককে আটক করলো এসএসবি’র জওয়ানরা। সেনা সূত্রে জানা গেছে, ধৃত আফগানি যুবকের নাম আসিয়া খান। আফগানের বাসিন্দা হলেও বর্মানে ভারতেরই বাসিন্দা। শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।
শুক্রবার রাতে মাটিগাড়া সেনা ক্যাম্পের কাছাকাছি উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই যুবককে। এমনকি আফগানি যুবক সেনা ক্যাম্পের ভেতরেও ঢোকার চেষ্টা চালায় বলে অভিযোগ। রাতের অন্ধকারে মাটিগাড়ার খাপরাইল মোড় সংলগ্ন সেনা ছাউনির ৩৩ কর্পসের ট্যাঙ্ক চকগেট দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করার সময় সেনাবাহিনীর জওয়ানদের হাতে ধরা পড়ে যায়। বেশ কিছুক্ষন সময় জিজ্ঞাসাবাদের পর সন্দেহ হওয়াতে হাতেনাতে যুবককে পাকড়াও করে মাটিগাড়া থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আফগানি যুবক আসিয়া আসামের চিরাং জেলার বিজনীর বাসিন্দা। তার কাছ থেকে আসামের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স সহ বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে। পেশায় সুদের কারবারী আসিয়া বর্তমানে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া থানার মেডিকেল মোড় এলাকায় ঘর ভাড়া করে থাকছিলো। যুদ্ধকালীন পরিস্থিতিতে তথ্য পাচারের কাজে যুক্ত থাকতে পারে ধৃত আফগানি যুবক এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে ধৃতের কাছে ভারতীয় যাবতীয় নথিপত্র রয়েছে বলে মাটিগাড়া পুলিশ সূত্রে জানা গেছে।
যদিও ধৃত আফগানি যুবক পুলিশী জেরার মুখে জানিয়েছে, তার বংশ এখনও আফগানে রয়েছে। তবে ওই সেনা ক্যাম্পের ভেতরে বেশ কয়েকজন আবাসিক নাকি তার কাছ থেকে টাকা ধার নিয়েছে। আর সেই টাকা চাইতেই সে ক্যাম্পের সামনে গিয়েছিলো। ভেতরে ঢোকার চেষ্টা করেছিলো। কি কারণে ধৃত যুবক সেনা ক্যাম্পের সামনে ঘোরাফেরা করছিলো গোটা বিষয়টি জানতে তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। সেনাবাহিনীর তরফেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Siliguri
শিলিগুড়িতে গ্রেপ্তার আফগান যুবক

×
Comments :0