Students Protest

নীল সাদা স্কুল পোষাকের বিরোধীতা করে বিক্ষোভ শিলিগুড়িতে

জেলা

নীল সাদা স্কুল পোষাক স্কুলে ফিরিয়ে দিয়ে, পোষাকের রঙ পরিবর্তনের বিরোধীতায় রাস্তায় নামলো শিলিগুড়ি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকরা। শনিবার স্কুলের মূল গেটের সামনে দীর্ঘসময় ধরে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। অভিভাবকদকের দাবি, তাদের সন্তানদের স্কুলের পোষাকের সাদা ও মেরুন রঙ নিজেদের স্কুলের ঐতিহ্য বহন করছে। দীর্ঘ বছরের এই ঐতিহ্য কোনভাবেই তারা ছেড়ে দিতে রাজি নন। নীল সাদা স্কুল পোষাকের বিরোধীতা করেন তারা। পোষাকের রঙ পরিবর্তনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে নীল সাদা রঙের পোষাক স্কুলে ফিরিয়ে দেন অভিভাবকরা। ইতোমধ্যেই শিলিগুড়ি শহরের বেশ কিছু স্কুলে পোষাকের রঙ পরিবর্তন করায় ছাত্রছাত্রী ও অভিভাবকরা বিক্ষোভ সংগঠিত করেছে। প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীদের দাবি নীল সাদা রঙের নয়, প্রত্যেকটি স্কুলের নিজস্ব ঐতিহ্যবাহী রঙের পোষাকই তারা পরিধান করবেন। যেমনটা সুদীর্ঘ বছর ধরে চলে আসছে। এক্ষেত্রে কোন সরকারী নির্দেশিকাকে মান্যতা দিতে রাজি নন তারা।
 

Comments :0

Login to leave a comment