নিরাপদ সর্দারের মুক্তির দাবিতে সরব হলেন জলপাউগুড়ির আইনজীবীরাও। জলপাইগুড়ি জেলা আদালত চত্বরে সারা ভারত আইনজীবী ইউনিয়নের উদ্যোগে সন্দেশখালিতে আদিবাসী মহিলাদের উপর নির্যাতন এবং প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ ও মিছিল স়ংগঠিত হয়।
পুলিশি আক্রমণের জেরে শহীদ কমরেড আনারুল ইসলামের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবারই সন্ধ্যায় প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত হয় জলপাইগুড়িতে। কদমতলা মোড়ে, গলায় প্রতিবাদী প্ল্যাকার্ড ঝুলিয়ে লাইন করে দাঁড়িয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ জানান উপস্থিত সকলে। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলার কারণে মাইক ব্যবহারের নিশ্চয়তা থাকায় কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে হ্যান্ড মাইক দিয়ে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় কর্মসূচিতে।
সভায় বক্তব্য রাখেন, পার্টি নেতা শুভেন্দু সাহা, যুবনেতা শুভায়ু পাল, শ্রমিক আন্দোলনের নেতৃত্ব কৃষ্ণ সেন, পার্টির সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক বিপুল সান্যাল।
JALPAIGURI PROTEST
নিরাপদ সর্দারের মুক্তির দাবিতে সরব জলপাইগুড়ির আইনজীবীরা
×
Comments :0