নয়া পেনশন স্কীম বাতিল করে পুরাতন পেনশন স্কীম চালু করা, রেলের বিভিন্ন দপ্তর বেসরকারীকরণের বিরুদ্ধে, রেল কর্মচারীদের সমস্ত বকেয়া অবিলম্বে প্রদান, ট্রাক মেনটেনেন্স কর্মীদের সেফটি জুতো, শীতকালের জ্যাকেট, সেফটি জ্যাকেট দেওয়া সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার ইষ্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়নের রিভার সাইড শাখার পক্ষ থেকে হাওড়া ডি আর এম অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও ডি আর এম অফিসের মূল গেটের সামনে বিক্ষোভ সভায় অংশ নেন তিন শতাধিক রেল শ্রমিক কর্মচারীরা। রেল কর্মচারীদের বিশাল মিছিল ডি আর এম অফিসের বিভিন্ন দপ্তর পরিক্রমা করে। মিছিল শেষে এক প্রতিনিধি দল ডি আর এম এর সঙ্গে দেখা করে দাবিসমূহ পেশ করেন। বিক্ষোভ সভায় ইষ্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক অম্বর দত্ত বলেন, ‘‘বর্তমানে দেশের কেন্দ্রীয় সরকার ভারতীয় রেল সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারি মালিকদের হাতে তুলে দিতে বদ্ধপরিকর। কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে রেলের শ্রমিক কর্মচারীরা লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছেন’’। তিনি বলেন, ‘‘রেল কর্তৃপক্ষ রেলের সিগনালিং ব্যবস্থা বেসরকারি মালিকদের হাতে তুলে দিচ্ছেন। যার ফলে রেলের সিগনালিং এর জন্য রেল দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। সাধারণ মানুষের কাছে রেল কর্মচারীদের দায়ী করার প্রবণতা রেল কর্তপক্ষের পক্ষ থেকে করা হচ্ছে’’। তিনি আরো বলেন, ‘‘দিনের পর দিন রেল কর্মচারীরা রেল কর্তপক্ষের নির্দেশে অতিরিক্ত সময়ে কাজ করলেও দীর্ঘদিন ধরে রেল কর্মচারীদের অতিরিক্ত সময়ের টাকা বকেয়া রয়ে যাচ্ছে’’। অবিলম্বে রেল শ্রমিক কর্মচারীদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানান তিনি। বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন ছোটে লাল।
Railway Workers Protest
বিভিন্ন দাবিতে রেল শ্রমিকদের বিক্ষোভ হাওড়ায়
×
Comments :0