Ranugunj

বল্লভপুরে ব্রিগেড সমাবেশ সফল করার ডাকে মিছিল

জেলা

যৌবনের ডাকে জনগণের ব্রিগেড সফল করার আহ্বান জানিয়ে লালঝাণ্ডার স্রোতে উত্তাল হল রানিগঞ্জের হল বল্লভপুর। 

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, বেকারদের কাজের দাবি এবং দেশ ও রাজ্যেজুড়ে অন্যায় অবিচারের বিরুদ্ধে ইনসাফের লক্ষ্যে পদযাত্রা চলছে গ্রাম, পাড়া- মহল্লায়। বুধবার সিপিআই(এম) রানিগঞ্জ এরিয়া কমিটি আয়োজিত পদযাত্রার সূচনা করেন পার্টিনেতা ও প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী। তিনি স্মরণ করিয়ে দেন বল্লভপুর পেপারমিল, বার্ণস কারখানার শ্রমিক আন্দোলনের কথা। মানুষের জীবন যন্ত্রণার একমাত্র দায়ী বিজেপি-তৃণমূলের রাজনীতি। সারা শিল্পাঞ্চলকে ধ্বংস করেছে। মানুষের হাতে কাজ নেই। রাজ্যজুড়ে চলছে সীমাহীন দুর্নীতি। কয়লা, বালি লুট করে তৃণমূল বিজেপিতে দলবদল করছে। তৃণমূল -বিজেপি'র সেটিং রাজনীতিতে বিপন্ন মানুষের জীবন। পদযাত্রায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিআই(এম) রানিগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক সুপ্রিয় রায়, শ্রমিকনেতা দিব্যেন্দু মুখার্জি, হেমন্ত প্রভাকর, গুরুপদ বাউরি  প্রমূখ।

ওইদিন পড়ন্ত বিকেলে ট্যাবলো, ব্যানার, ফেস্টুন, লালঝাণ্ডা নিয়ে পদযাত্রীদলে দীর্ঘ ৫ কিমি রাস্তা হেঁটেছেন অসংখ্য মহিলারাও। পদযাত্রীদের সাথে পাড়া-মহল্লার আমজনতার মিলিত শ্লোগানে উত্তাল হল সমগ্র এলাকা। অসহনীয় পরিস্থিতি। একশো দিনের কাজের টাকা না পাওয়া , আবাস যোজনার ঘর না পাওয়া, রেশন থেকে নাম বাদ যাওয়া মানুষেরা ক্ষোভ উগরে দিয়েছেন। পেপারমিলের শ্রমিকরা এসেছিলেন দলবেঁধে। পেপারমিলে শ্রমিকদের নিয়মিত বেতনচুক্তি হয় না। কাজের সুরক্ষা নেই। কারখানায় স্থানীয় বেকারদের নিয়োগের দাবি দীর্ঘদিনের। শূণ্যপদে নিয়োগ নেই। অন্যায় বঞ্চনার বিরুদ্ধে, জাতের নামে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মানুষকে হক আদায়ের দিশা দেখাচ্ছে লালঝাণ্ডার আন্দোলন। সিপিআই(এম) নেতৃবৃন্দ বলেন, লালঝাণ্ডার আন্দোলন প্রতিটি বুথের প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে। ইনসাফের দাবিতে ভবিষ্যতের উজ্জ্বল  স্বপ্নকে জোরদার করার লড়াই আন্দোলনের বার্তা ছড়িয়ে দেওয়া হবে। 

যুবদের সাথে আগামী ৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশ ছাত্র,যুব,মহিলা,শ্রমিক, কৃষকের মিলিত আন্দোলনের অভিমুখ হবে লড়াইয়ের অঙ্গীকার। সেই লড়াই জোরদার হচ্ছে কয়লাঞ্চলে।  

Comments :0

Login to leave a comment