RANJI TROPHY

রঞ্জি ট্রফিঃ অনুষ্টুপের শতরান, বড় স্কোর বাংলার

খেলা

ranji trophy ranji trophy 2024 ranji trophy bengal vs andhra pradesh ranji trophy bengal vs andhra pradesh live score bengali news

শুক্রবার থেকে রঞ্জি অভিযান শুরু করেছে বাংলা ক্রিকেট দল। বিশাখাপত্তনমে মুখোমুখি বাংলা বনাম অন্ধ্রপ্রদেশ। 

টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় বাংলা। ওপেনার সৌরভ পাল শুরুটা বেশ ভালোই করেন। তাঁর ৯৬ রান বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় বাংলার জন্য। এছাড়া শ্রেয়ংস ঘোষ করেন ১১ রান। অন্যদিকে, সুদীপ ঘরামি মাত্র ১৮ রানে ফিরে গেলেও হাল ধরেন অনুষ্টুপ মজুমদার। 

তাঁর দুরন্ত শতরানের সুবাদেই সুবিধাজনক জায়গায় পৌঁছতে সক্ষম হয় বাংলা। অনুষ্টুপ খেলেন ১২৫ রানের অনবদ্য ইনিংস। সেইসঙ্গে, ৭০ রানের দায়িত্বপূর্ণ ইনিংস খেলেন অভিষেক পোড়েল। প্রথম ইনিংসে বাংলার স্কোর দাঁড়ায় ৪০৯ রান। অন্ধ্রের হয়ে ৪ উইকেট নেন এল.মোহন। 

জবাবে ব্যাট করতে নেমে, দ্বিতীয় দিনের শেষে অন্ধ্রপ্রদেশের স্কোর ৩ উইকেট হারিয়ে ১১৯ রান। সি.আর গণেশ্বর ৩৩ রানে এবং প্রশান্ত কুমার ৪১ রানে ফিরে যান। শাইক রশিদের সংগ্রহে ৩২ রান। ক্রিজে হনুমা বিহারী ৬ রানে অপরাজিত রয়েছেন। অন্ধ্রপ্রদেশ পিছিয়ে রয়েছে ২৯০ রানে।       

Comments :0

Login to leave a comment