TORTOISE IN POND

পুকুর থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

জেলা

জলপাইগুড়ির পান্ডাপাড়ায় পুকুরে মেলা কচ্ছপ।

পুকুর থেকে মাছ তুলতে গিয়ে জালে ধরা পড়ল মাঝারি আকারের একটি কচ্ছপ। জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া কালীবাড়ি সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুরে পুকুরে মাছ ধরার সময় স্থানীয় বাসিন্দা বিষ্ণু চক্রবর্তীর নজরে আসে বিষয়টি। তিনি তৎক্ষণাৎ কচ্ছপটিকে জাল থেকে বের করে পাশের ফাঁকা জমিতে রেখে ফোন করে খবর দেন এক স্বেচ্ছাসেবী সংস্থাকে। 
কিছুক্ষণের মধ্যেই ‘গ্রিন জলপাইগুড়ি’ স্বেচ্ছাসেবী সংস্থার থেকে কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে এবং বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়। সংস্থার তরফে জানানো হয় কচ্ছপটি বিরল প্রজাতির ইন্ডিয়ান ফ্ল্যাপশেল কচ্ছপ। কিভাবে এটি এই পুকুরে এল বা আর কোনও কচ্ছপ রয়েছে কিনা সে বিষয়েও নজর রাখছেন তারা। বন দপ্তরের তরফেও অনুসন্ধান চালানো হবে বলে জানা গেছে। 
বিষ্ণু চক্রবর্তী জানান, ‘‘আমাদের এই এলাকায় পুকুর থেকে প্রথম কচ্ছপ উদ্ধার হল। এটি বিরল প্রজাতির প্রাণী। তাই কচ্ছপটি আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বন বিভাগের হাতে তুলে দিয়েছি। একটি বন্য প্রাণী কে বাঁচাতে পেরে আমরা সকলেই খুব খুশি।’’

Comments :0

Login to leave a comment