DIAMOND HARBOUR RESISTANCE

প্রতিরোধ ডায়মন্ডহারবারে, আক্রান্ত পোলিং এজেন্টকে উদ্ধার স্থানীয়দের

রাজ্য লোকসভা ২০২৪

শুক্রবার ডায়মন্ডহারবার হাসপাতালে আক্রান্ত পোলিং এজেন্টের পাশে সিপিআই(এম) প্রার্থী প্রতীক উর রহমান।

অনিল কুণ্ডু : ডায়মন্ডহারবার

ভোটের মুখে তৃণমূলের ‘ডায়মন্ডহারবার মডেল’-কে প্রতিরোধ করছে জনতা। 
শনিবার ভোট। আর শুক্রবার বিকালে ডায়মন্ডহারবারের রত্নেশ্বরপুরে সিপিআই(এম)’র পোলিং এজেন্ট সোমনাথ বাগকে দলীয় কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে মারধর করে তৃণমূলের বাহিনী। তাঁর বাড়ি সুলতানপুরের আটকৃষ্ণরামপুর গ্রামে। এই ঘটনায় জানতে পেরেই কয়েকশো স্থানীয় মানুষ তৃণমূল কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ করেন। তাঁরাই আক্রান্ত সিপিআই(এম) কর্মীকে তৃণমূল কার্যালয়ের ভিতর থেকে বের করে ডায়মন্ডহারবার হাসপাতালে নিয়ে আসেন। 
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী প্রতীক উর রহমানসহ স্থানীয় সিপিআই(এম) নেতৃবৃন্দ। এই ঘটনায় সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী বলেছেন, ‘‘নির্বাচন কমিশন বেপাত্তা। মানুষই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ প্রতিরোধ করেছেন। তাঁদেরকে কুর্ণিশ জানাই।’’ 
ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের সশস্ত্র বাহিনী। এই কেন্রে র তৃণমূলের প্রার্থী মুখ্যমন্রীবদর ভাইপো অভিষেক ব্যানার্জি। ভোট লুট করতে নির্বাচনের প্রাক্কালে সিপিআই(এম) প্রার্থীর পোলিং এজেন্ট, ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। বেশ কয়েকটি জায়গায় মারধর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এমনকি সাধারণ মানুষকে ভোট দিতে যেতে নিষেধ করে বাড়ি বাড়ি হুমকি দেওয়া হচ্ছে। 
ঘটনার বিবরণে ডায়মন্ডহারবার থানার রত্নেশ্বরপুরের বাসিন্দারা জানান, শুক্রবার বিকাল পৌনে ৬টা নাগাদ রত্নেশ্বরপুর মোড় থেকে সোমনাথ বাগকে জোর করে দলীয় কার্যালয়ে তুলে নিয়ে যায় তৃণমূলীরা। সেখানে তাঁকে ব্যাপক মারধর করে। পোলিং এজেন্ট না হওয়ার হুমকি দেয়। স্থানীয়রা এই ঘটনায় প্রতিবাদ করেন। কয়েকশো মানুষ তৃণমূল কার্যালয়ে সামনে জড়ো হয়ে আক্রান্ত সিপিআই(এম) কর্মীকে তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। খবর দেওয়া হয় ডায়মন্ডহারবার থানায়। পুলিশ পৌঁছনোর আগেই দ্রুত তাঁরা হাসপাতালে আসেন। 
সিপিআই(এম) নেতা সমর নাইয়া বলেন, ‘‘ডায়মন্ডহারবারের বিভিন্ন জায়গায় তৃণমূলের বাহিনী হুমকি দিচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে। সাধারণ মানুষ সাহসের সঙ্গে প্রতিবাদ প্রতিরোধ করছেন।’’ ঘটনা ডায়মন্ডহারবার থানা ও জেলা নির্বাচন আধিকারিকের কাছে জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। 
ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র’র ডায়মন্ডহারবার, ফলতা, বিষ্ণুপুর, সাতগাছিয়াসহ বিভিন্ন জায়গায় তৃণমূল বাহিনী বিরোধী পোলিং এজেন্ট, কর্মী, সমর্থকদের হুমকি দিচ্ছে। ভোটারদের ভয় দেখাচ্ছে। তা সত্বেপোও সাধারণ মানুষ প্রতিরোধের মেজাজে রয়েছেন। ঐক্যবদ্ধভাবে এবারে বুথে গিয়ে তাঁরা ভোট দেবেন দৃঢ় প্রতিজ্ঞ রয়েছেন তাঁরা। 
বিষ্ণুপুরের জুলপিয়ার বাসিন্দারা এদিন বলেন, এবার আর ছাড়বো না। ভোট আমরা দেবই।

Comments :0

Login to leave a comment