Saktigarh Police

মদ্যপ ছেলেকে কুড়ুল কোপ বাবার

জেলা

কুড়ুল দিয়ে আঘাত করে ছেলেকে মেরে ফেলার অভিযোগে ৭৩ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিশ। ধৃতের নাম সাধন সিংহ। শক্তিগড় থানার কাশিয়াড়ায় তার বাড়ি। বৃহস্পতিবার সকালে শক্তিগড় থানার নাদরা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। কুড়ুল উদ্ধার এবং ঘটনার পুনির্নর্মাণ করতে ধৃতকে সাতদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতের তিনদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধন পেশায় দিনমজুর। অন্যান্য দিনের মতো বুধবার সকালে সে কাজে বেড়িয়ে যায়। বেলা ১২টা নাগাদ বাড়ি ফিরে আসে সে। কিছুক্ষণ পর খেতে বসে সাধন। সেই সময় মদ্যপ অবস্থায় তার ছেলে সুজিত(৩৫) ঘরে ফেরেন। বাবাকে তিনি অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। ভাতের থালা লাথি মেরে ফেলে দেন তিনি। এতে রাগ সামলাতে না পেরে ঘরে থাকা কুড়ুল দিয়ে ছেলের মাথায় আঘাত করে বৃদ্ধ। তাতে সুজিত গুরুতর জখম হন। ছেলেকে ফেলে রেখেই মাঠে কাজে চলে যান বৃদ্ধ। বিষয়টি জানতে পেরে প্রতিবেশীরা সুজিতকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই রাতে তিনি মারা যান। ঘটনার বিষয়ে কাশিয়াড়া গ্রামেরই বাসিন্দা হৃদয় ধাড়া থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে খুনের মামলা রুজু হয়েছে। আদালত চত্বরে পুলিশের গাড়িতে ওঠার সময় ধৃত জানায়, দীর্ঘদিন ধরে ছেলে তার উপর অত্যাচার করছে। প্রায়শই মদ খেয়ে আমাকে মারধর করত।

Comments :0

Login to leave a comment