ACCIDENT

শিলিগুড়িতে বাস-কন্টেইনার মুখোমুখি সংঘর্ষে জখম একাধিক

জেলা

জাতীয় সড়কে কন্টেইনারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন বাসে থাকা যাত্রীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা নাগাদ শিলিগুড়ি সংলগ্ন শালুগাড়ার কাছে বেঙ্গল সাফারি পার্কের সামনে যাত্রীবাহী বাস দুর্ঘটনা ঘটে। কন্টেইনারের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গোটা বাসটি। জানা গেছে, বেসরকারি যাত্রীবাহী বাসটি শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে মালবাজারের দিকে যাচ্ছিলো। অন্যদিকে শিলিগুড়ির দিকে যাবার সময় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কন্টেইনারটি। এরপরেই কন্টেইনারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা যাত্রীবাহী বাসকে মুখোমুখি ধাক্কা মারে। মুখোমুখি সংঘর্ষের জেরে বিকট আওয়াজে কেঁপে ওঠে চারিদিক। উল্টে যায় যাত্রী সহ গোটা বাসটি। বাসযাত্রীরা অনেকেই কমবেশী আহত হয়েছেন। দুর্ঘটনার পরে স্থানীয়রা এগিয়ে এসে দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে যাত্রীদের উদ্ধারের কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ভক্তিনগর থানার পুলিশ। দুর্ঘটনায় অল্প জখম প্রায় ৮ জন যাত্রীকে উদ্ধার করে শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। গুরুতর জখম যাত্রীবাহী বাসের চালক ও সহকারি চালককে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।  
শিলিগুড়ি শহরে পথ দুর্ঘটনা এখন নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। শহরের মূল সড়কগুলিতে তো ঘটছেই। আশপাশের অলিগলিতেও প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। ব্যস্ততম শহরে ক্রমবর্ধমান গাড়ির সংখ্যা। পাল্লা দিয়ে বেড়ে চলেছে যানজটের তীব্রতাও। রয়েছে বেপরোয়া গাড়ি চালকদের দাপট। রাস্তায় অপেক্ষামান সব যাত্রীদের গাড়িতে তুলে নিয়ে কে কার আগে রওনা দেবে শহরের মূল রাস্তায় তা নিয়েও প্রতিযোগিতামূলক দৌঁড়ে নামছে গাড়িগুলি। সব মিলিয়ে শহরের রাস্তায় প্রতিদিনের পথ চলতি মানুষদের পথ নিরাপত্তা একরকম বিঘ্নিত। শহরবাসীদের অভিযোগ, প্রশাসনের উদাসীনতা ও অপরিকল্পিত ট্রাফিক ব্যাবস্থার কারণেই মানুষ পথ নিরাপত্তা হীনতায় ভুগছেন।

Comments :0

Login to leave a comment