Siliguri Rally

শিলিগুড়তে সিপিআই(এম)’র প্রতিবাদ সভা

জেলা

বিজেপি-তৃণমূলের বিভাজনের রাজনীতি, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে, বহরমপুরে আইন অমান্য কর্মসূচিতে পুলিশী বর্তবতায় শহীদ কমরেড আনারুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে, সন্দেশখালি সহ রাজ্য জুড়ে নারীদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়য়ে সভা হয়েছে। সিপিআই(এম) শিলিগুড়ি ২নং এরিয়া কমিটির ডাকে শনিবার বিকেলে হিলকার্ট রোডে শ্রীভবন বিল্ডিং’র সামনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বুলবুল চ্যাটার্জি। সন্দেশখালির ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে রাজ্য জুড়ে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জীবেশ সরকার, পার্টি নেতা অশোক ভট্টাচার্য, সিপিআই(এম) ২নং এরিয়া কমিটির সম্পাদক সৌরভ সরকার, জয় চক্রবর্তী, মোহন পান্ডা, মহিলা নেত্রী তানিয়া দে প্রমুখ। এদিনের সভা থেকে আগামী ৯ মার্চ বিকেলে তৃণমূলের বিভাজনের রাজনীতি, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে ফুলবাড়ি জটিয়াখালিতে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের জনসভাকে সর্বাত্মক সফল করার আহ্বান জানিয়েছেন জীবেশ সরকার।  
প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, তৃণমূল আর বিজেপি’র মধ্যে গোপন সমঝোতা গড়ে উঠেছে। সন্দেশখালির মহিলারা নির্যাতিত হচ্ছেন তৃণমূলের বাহিনীর হাতে। আর প্রধানমন্ত্রী তৃণমূলের নেত্রীর হাতে মিস্টিমুখ করছেন। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ও বর্তমান রাজনীতি এই পর্যায়ে এসে পৌঁছেছে। শাসকদলের মদতে সন্দেশখালিতে তৃণমূলীরা মা বোনেদের ওপর নির্যাতন চালাচ্ছে। অথচ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী নিশ্চুপ। সাহসিকতার সাথে সেখানকার মহিলারা প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু রাজ্যের পুলিশ দলদাস হয়ে কাজ করেছে। প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার না করে প্রতিবাদীদের মিথ্যে মামলায় গ্রেপ্তার করেছে। শুধু সন্দেশখালি নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে নারীদের ওপর অত্যাচার বাড়ছে। রাজ্যের নারী সুরক্ষার প্রশ্নে ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন সংগঠিত করা হবে। নেতৃবৃন্দ আরো বলেন, দেশে মোদীর শাসনে গোটা দেশে অরাজক অবস্থা। খিদের জ্বালায় জ্বলছে গোটা দেশ। দেশ ও রাজ্য জুড়ে বেকারের সংখ্যা বাড়ছে। তাদের কাজের কোন সুব্যবস্থা করছে না দুই সরকার। অর্থনীতি এমন পর্যায়ে পৌঁছে যে ভারতবর্ষে আদানি আম্বানির মতো পূঁজিপতি রাজ কায়েম হয়েছে। দেশ ডুবে যাচ্ছে দারিদ্রতায়। যুব সমাজকে বিপথে পরিচালিত করছে সরকার। 
 

Comments :0

Login to leave a comment