চলন্ত অবস্থায় স্কুল ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি সংলগ্ন দেবীডাঙ্গা এলাকায়। যদিও অগ্নিকাণ্ডের ঘটনায় স্কুল ভ্যানে থাকা পড়ুয়াদের হতাহতের কোন খবর নেই। জানা গেছে, মোট ১৫ জন পড়ুয়া নিয়ে শিলিগুড়ি সংলগ্ন দেবীডাঙ্গা এলাকার একটি বেসরকারি স্কুল ছুটির পর পড়ুয়াদের নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিতে স্কুল ভ্যানটি বেরিয়ে পড়ে। চলন্ত অবস্থায় বাবুবাসা এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকাই ভ্যান চালকের নজর পরে গাড়ির দিকে। চালক দেখতে পান গাড়িতে আগুন লেগেছে। এরপরে চালক দ্রুত রাস্তায় গাড়ি থামিয়ে পড়ুয়াদের গাড়ি থেকে নামিয়ে আনেন। পড়ুয়াদের নামিয়ে আনার সাথে সাথেই স্কুল ভ্যানটিতে দাউ দাউ করে আগুন জ্বলে যায়। আগুন লাগার ঘটনা নজরে আসতেই স্থানীয়রা এগিয়ে আসেন। ভ্যান চালক ও স্থানীয়রা গাড়ির আগুন নেভানোর কাজে লেগে পড়েন। আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়ারা। খবর দেওয়া হয় দমকলে। যদিও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে গোটা স্কুল ভ্যানটি আগুনে ভস্মিভূত হয়ে যায়। স্কুল ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনার পরেই উদ্বিগ্ন অভিভাবকেরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন। অভিভাবকদের অভিযোগ, অনেক পুরনো স্কুলের এই গাড়ি টিতে পড়ুয়াদের নিয়ে যাতায়াত করানো হচ্ছিল। একাধিকবার কর্তৃপক্ষকে বলা সত্ত্বেও গাড়িটি বদল করা হয়নি। চালকের তৎপরতাতেই বড়সড়ো অগ্নিকাণ্ডের ঘটনার হাত থেকে রেহাই মিলেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে প্রধান নগর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল। গাড়ির ব্যাটারির শট সার্কিটে জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।
Poolcar Fire
শিলিগুড়িতে চলন্ত পুলকারে আগুন, রক্ষা ১৫ পড়ুয়ার

×
Comments :0