রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়ার জমি বিএসএফ-কে দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
সীমান্ত এলাকায় পশ্চিমবঙ্গের নয়টি জেলায় যে জমি অধিগ্রহণ বা কেনা হয়েছে এবং তার টাকাও দেওয়া হয়েছে কিন্তু সব অংশ হস্তান্তর করা হয়নি, এমন জমির বাকি অংশ ৩১ মার্চের মধ্যে বিএসএফ'র কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নিরাপত্তা, পাচার রোধ সংক্রান্ত বিষয়ে বেড়া দেওয়ার বিষয়টি নিয়ে দায়ের একটি জনস্বার্থ মামলায় মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ।
পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তের বিশাল অংশে বেড়া না থাকার বিষয়টি তুলে ধরে একজন প্রাক্তন সেনা আধিকারিক জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন।
মামলার আবেদনে যুক্তি দেওয়া হয় যে ভারত-বাংলাদেশ সীমান্ত প্রায় ৪,০৯৬.৭০ কিমি দীর্ঘ। পশ্চিমবঙ্গে রয়েছে ২২১৬ কিমি। ২০১৬ সাল থেকে বারবার মন্ত্রিসভার অনুমোদন সত্ত্বেও, সীমান্তের প্রায় ২৬% এলাকায় এখনও বেড়া দেওয়ার কাজ হয়নি। যার ফলে সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ, মাদক পাচার, গবাদি পশু ও সোনার চোরাচালান এবং জাল ভারতীয় মুদ্রা পাচার সহজতর হচ্ছে বলে ও অভিযোগ করেন তিনি।
বিচারপতিরা রাজ্যের বক্তব্যও শোনেন। কেন্দ্রের হয়ে সওয়াল করেন সহকারি সলিসিটর জেনারেল অশোক কুমার চক্রবর্তী। নির্দেশে আরও বলা হয় যে জমির অধিগ্রহণ বা সরাসরি কিনে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সে সম্পর্কে বিশদ রিপোর্ট রাজ্যকে ৩১ মার্চের মধ্যে দিতে হবে। এপ্রিলে পরবর্তী শুনানি।
Bangladesh Border Fencing HC
সীমান্তে কাঁটাতারের জন্য জমি হস্তান্তরে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের
×
Comments :0