মুর্শিদাবাদে বিভিন্ন এলাকা থমথমে সোমবারও। হিংসা এবং উত্তেজনা রয়েছে এমন এলাকায় পুলিশ এবং আধা সামরিক বাহিনী টহল দিচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতা সুরক্ষার ১৬৩ ধারায় নিষেধাজ্ঞা জারি রাখা হয়েছে। ইন্টারনেট সংযোগে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।
এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিমও স্বীকার করেছেন পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। তিনি বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক করাই অগ্রাধিকার প্রশাসনের। ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে হিংসা ছড়ানোর জন্য। কিন্তু গুজব ছড়ানো এখনও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গুজবই এখন সবচেয়ে বড় সমস্যা।
সোমবারই বিভিন্ন এলাকায় যাবে বামফ্রন্টের প্রতিনিধিদল। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম রবিবারই জানিয়েছিলেন যে এলাকায় যাচ্ছেন তিনি।
মুর্শিদাবাদের সুতি, সমশেরগঞ্জ, ধুলিয়ান এবং জঙ্গিপুরে বিভিন্ন এলাকায় রাস্তাঘাট প্রায় জনশূন্য রয়েছে বলে জানাচ্ছে সংবাদসংস্থা। এলাকা ছেড়ে একাংশ মালদহে আশ্রয় নিয়েছেন।
জাভেদ শামিম বলেছেন, গুজব ছড়ানো হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যতক্ষণ গুজব ছড়ানো চলবে ততক্ষণ শান্তি আসবে না। তিনি বলেছেন, এলাকাছাড়া বাসিন্দাদের ঘরে ফেরাতে জোর দিচ্ছে প্রশাসন। শান্তি স্থাপনের জন্য পারস্পরিক বৈঠক এবং আলোচনা চালানো হচ্ছে।
মুর্শিদাবাদে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনের নাম করে শুরু হয় অশান্তি। জেলা বামফ্রন্টের আহ্বায়ক এবং সিপিআই(এম) জেলা সম্পাদক জামির মোল্লা এদিনও অভিযোগ করেছেন যে অশান্তির পিছনে তৃণমূলের উস্কানি ছিল। পুলিশ এবং প্রশাসন সময় মতো ব্যবস্থা নিলে এই পরিস্থিতি এড়ানো যেত। আন্দোলনের নামে হিংসা ছড়ানোর কড়া বিরোধিতা করেছে বামফ্রন্ট। জামির মোল্লা বলেন, চাকরিহারারা আন্দোলন করলে পুলিশ পেটে লাথি মারে আর যারা হিংসাত্মক আন্দোলন করছে তাদের থামাতে ব্যবস্থা নেয় না।
জামির মোল্লা সমবেদনা জানিয়েছেন হিংসায় নিহত সকলের পরিবারকেই। তিনি বলেছেন, ধুলিয়ানে নিহত দু’জন অশান্তি থামাতে গিয়েছিলেন। হিংসা আটকাতে গিয়ে নিহত হয়েছেন তাঁরা। এই দু’জনই সিপিআই(এম)’র সমর্থক ছিলেন। তিনি বলেন, পুলিশের অপদার্থতায় এত বড় হিংসা হয়েছে। উল্লেখ্য, সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলার ফেসবুক পেজে বলা হয়েছে যে অশান্তির সময়ে বিয়েবাড়িতে ভোজ খেয়ে সেই ছবি পোস্ট করেছেন মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খান। এই আচরণকে ধিক্কার জানানো হয়েছে।
Murshidabad
মুর্শিদাবাদ: বহু এলাকা থমথমে, গুজবকে দায়ী করলেন শামিম, বামফ্রন্টের ক্ষোভ পুলিশের ভূমিকায়

×
Comments :0