Hoogly

নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার

জেলা

তেরো দিন ধরে নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার হল ধান জমি থেকে! দাদপুর আদ্রা গ্রামের বাসিন্দা পেশায় দিন মজুর সূর্যকান্ত আহিরি(৩৫)। দোলের পরের দিন অর্থাৎ ১৫ মার্চ থেকে নিখোঁজ ছিলেন। হারিট গ্রাম পঞ্চায়েতের বাদিনান গ্রামের ধান জমি থেকে তাঁর কঙ্কাল উদ্ধার হয়। দাদপুর থানার পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য।
বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষক কেষ্ট মোড়ল জানান, সেচের জলের পাম্প চালাতে গিয়ে প্রচন্ড দুর্গন্ধ পাই। প্রথমে বুঝতে পারিনি পরে কাছে যেতে দেখতে পারি গেঞ্জি ও লুঙ্গি পরা কোন মানুষের দেহ পড়ে আছে। হাড় বেরিয়ে রয়েছে শরীর থেকে। তখন মাঠে থাকা অন্য কৃষকদের খবর দিলে তাঁরা পুলিশকে জানায়। লুঙ্গি হাতের বালা দেখে যুবককে শনাক্ত করে তাঁর পরিবার।
যুবকের দাদা চন্দ্রকান্ত আহিরি জানান, ‘‘দোলের পরের দিন সকালে চা খেয়ে আলু জমিতে যাচ্ছি বলে বেরিয়েছিল ভাই। তারপর আর বাড়ি ফেরেনি। আমরা আত্মীয় পরিচিতদের বাড়ি খোঁজ নিয়েছি। কিন্তু খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে খবর পেলাম মাঠে কঙ্কাল হয়ে পরে আছে। এসে দেখি শিয়ালের গায়ের মাংস খেয়ে ফেলেছে।’’
যুবকের মৃত্যু কি ভাবে খতিয়ে দেখছে পুলিশ। সম্ভবত শিয়ালে মৃতদেহ খুবলে খাওয়ায় কঙ্কাল বেরিয়ে পরে।

Comments :0

Login to leave a comment