INDIAN FOOTBALL

সাফ কাপে নেপালের বিরুদ্ধে জোড়া গোলে জয় ভারতের

খেলা

SAFF CUP INDIAN FOOTBALL INDIA NEPAL SUNIL CHETRY NAOREM MAHESH

সাফ কাপের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত  ভারতের। নেপালকে জোড়া গোলে হারিয়ে, সুবিধাজনক জায়গায় ব্লু টাইগার্সরা।

বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে এই ম্যাচেও শুরু থেকেই চাপ বজায় রাখে ভারত। কিছুক্ষেত্রে পাল্টা আক্রমণে উঠে আসে নেপালও। তবে বরাবর পেনিট্রেশন বজায় রাখে ইগোর স্টিমাচের ছেলেরা। যদিও গত ম্যাচে লাল কার্ড দেখার ফলে, এই ম্যাচে বেঞ্চে বসতে পারেননি ভারতীয় দলের কোচ।  

ফার্স্ট হাফে অনিরুদ্ধ থাপার একটি দারুণ মুভ এবং নিখিল পূজারির বুদ্ধিদীপ্ত পাস, একটুর জন্য মিস করেন সাহাল আবদুল সামাদ। নাহলে, সেইমুহূর্তেই ভারত এগিয়ে যেতে পারত। তবে নেপালও কিছু সুযোগ মিস করে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ফলাফল নিয়েই।

দ্বিতীয়ার্ধে আক্রমণের তেজ আরও বাড়ায় ভারত। সেইসঙ্গে, আবার সেই সুনীল ছেত্রী ম্যাজিক। নাওরেম মহেশ এবং ছেত্রীর যুগলবন্দীতে ভারত পেয়ে যায় অনবদ্য একটি গোল। ক্যারিয়ারের ৯১ তম গোলটি পেয়ে গেলেন ভারতীয় অধিনায়ক। আর এরপর, ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। তবে সেখানেই শেষ নয়।

সুনীল ছেত্রীর শট নেপাল গোলরক্ষক সেভ করলেও, ফিরতি শটে বলকে জালে জড়িয়ে দেন নাওরেম মহেশ সিং। ভারত এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এরপর আর কোনও গোল হয়নি।

ভারত জয়ী ২-০ গোলে। আর এই জয়ের ফলে, সেমিফাইনালের দিকে অনেকটাই এগিয়ে গেল ব্লু টাইগার্সরা।

Comments :0

Login to leave a comment