IMRAN KHAN

ইমরানের গ্রেপ্তারি অবৈধ, জানাল পাক সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক

IMRAN ARREST AL QADIR TRUST BENGALI NEWS

ইমরান খানের গ্রেপ্তারি অবৈধ। বৃহস্পতিবার এমনই জানাল  পাকিস্তানের সুপ্রিম কোর্ট। একইসঙ্গে তাঁকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছে সেদেশের সর্বোচ্চ আদালত। 

বৃহস্পতিবার দুপুরে ইমরানকে পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল ও আরও ২ বিচারকের ডিভিশন বেঞ্চে পেশ করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত জানায়, ইমরানকে ইসলামাবাদ হাইকোর্ট চত্ত্বর থেকে গ্রেপ্তার করা হয়। এটা করা যায়না। এটা অবৈধ। প্রত্যেকের আইনী সাহায্য নেওয়ার অধিকার রয়েছে।

শুক্রবার আল কাদির ট্রাস্ট আর্থিক দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা রয়েছে ইমরানের। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ইমরানকে জানিয়েছে, সেই মামলায় আদালত যা রায় দেবে, তা গ্রহণ করতেই হবে তাঁকে। একইসঙ্গে আদালত জানায়, রাজনৈতিক নেতা হিসেবে ইমরানেরও দায় রয়েছে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার। প্রসঙ্গত, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরানের গ্রেপ্তারির পরে গোটা পাকিস্তান জুড়ে হিংসাত্মক বিক্ষোভে সামিল হন তাঁর দল পাকিস্তান তেহেরিক—ই—ইনসাফ বা পিটিআই’র কর্মী সমর্থকরা। 

 

Comments :0

Login to leave a comment