সোমবার আলাপুঝা জেলায় একটি রাষ্ট্রীয় মালিকানাধীন কেরালা স্টেট রোড ট্রান্সপোর্টেশন কর্পোরেশন (কেএসআরটিসি) যাত্রীবাহী বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে পাঁচজন এমবিবিএস ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুই এমবিবিএস ছাত্র। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৯টা নাগাদ।
ভয়াবহ সংঘর্ষের ঘটনায় চিকিৎসকদের গাড়িটি পুরোপুরি দুমড়ে মুড়চে গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের বের করতে গাড়িটি কেটে ফেলতে হয়েছে।
নিহত ও আহতরা সবাই বান্দানাম মেডিকেল কলেজে প্রথম বর্ষের এমবিবিএস ছাত্র। পুলিশ জানায় রাষ্ট্রীয় বাসের চারজন যাত্রী ছিলেন। তাঁরা গুরুভায়ুর থেকে কায়মকুলামে যাচ্ছিলেন। তাঁরা আহত হলেও তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
সাতজন এমবিবিএস ছাত্রের একটি দল শেভ্রোলেট টাভেরা গাড়িতে করে যাচ্ছিলেন। কেরালার আলাপুঝা জেলায় চিকিৎসক ছাত্রদের বহন করা গাড়িটি ওভারটেক করতে গেল বাসটির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ সংস্থাকে স্থানীয়রা জানিয়েছেন গাড়িটি প্রাথমে একটি গাড়িকে ওভারটেক করে তারপরে বাসকে ধাক্কা দেয়। সংঘর্ষের ধাক্কা এতটাই শক্তিশালী ছিল যে গাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, নিহতদের নাম মহম্মদ, মুহাসিন, ইব্রাহিম, দেবানন্দ এবং শ্রীদীপ। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। বাকী দুজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন ছাত্র গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে আলাপুঝা মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Comments :0