Swimmer Sayani Das

কুক স্ট্রেইট চ্যানেল জয় করলেন সায়নী

খেলা

সপ্তসিন্ধু পাড় করার নেশায় জড়িয়ে পড়া কালনা শহরের সাঁতারু সায়নী দাস মঙ্গলবার জয় করলেন নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট চ্যানেল। সেখানে ভারতীয় সময়ে সোমবার রাত্রি বারোটা নাগাদ সায়নী সাঁতার শুরু করেন। ২৯.৫ কিমি দীর্ঘ এই চ্যানেল পার করতে লেগেছে ১১ ঘণ্টা ৫১ মিনিট। এই চ্যানেল জয়ের পর তার চ্যানেল জয়ের মুকুটে যুক্ত হল আর একটি পালক। 
উল্লেখ্য ইতিপূর্বে সায়নী দাস ২০১৭ সালে ইংলিশ, ২০১৮ সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট (সপ্তসিন্ধুর অন্তর্ভুক্ত নয়) এবং ২০১৯ সালে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করেন। এই চ্যানেলগুলি জয়ের পর ২০২২ সালে হাওয়াই দ্বীপপুঞ্জের ৪৪ কিমি দীর্ঘ মলোকাই চ্যানেল জয় করেন। নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট চ্যানেল জয় করার পরের লক্ষ্য চলতি বছরের জুলাই মাসে আয়ারল্যান্ডের নর্থ চ্যানেল। নর্থ চ্যানেল জয় করার পর বাকি থাকবে আরো দুটি চ্যানেল, জিব্রালটার এবং সুগারু। উল্লেখ্য গত ১৫ ই মার্চ কালনা থেকে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বাবা-মাকে নিয়ে পাড়ি দেন সাঁতারু সায়নী দাস। প্রতিকূল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে করেছেন নিবিড় অনুশীলন। এদিন ভিন্ন পথে কুক স্ট্রেইট চ্যানেল পার করেছেন তুরস্কের ৫৯ বছরের সাঁতারু কামিল আলসারান(১২ ঘন্টা ৩৩ মিনিট, দূরত্ব ৩১.২ কিমি) ও মেক্সিকোর সিন্থিয়া ভালদেস(৩৯)( ৮ ঘণ্টা ৩০ মিনিট, দূরত্ব ২৬.৪ কিমি)।
 

Comments :0

Login to leave a comment