Jalpaiguri Municipality

বেতন মেলে দু’মাস পর, সাফাই বন্ধের হুঁশিয়ারি অস্থায়ী পৌরকর্মীদের

রাজ্য জেলা

সঠিক সময়ে বেতন না পেয়ে জলপাইগুড়ি পৌরসভার সামনে আন্দোলন শুরু করলেন অস্থায়ী কর্মীরা। তাঁদের দাবি, এক মাসের বেতন দুই মাস পর দেওয়া হয়। সংসার চালাতে তাদের চরম অসুবিধার মধ্যে পড়তে হয়‌। 


অস্থায়ী পৌরকর্মীরা বলেছেন, সঠিক সময়ে বেতন না দিলে রাস্তার আবর্জনা তোলা বন্ধ করা হবে। 
জলপাইগুড়ি পৌরসভায় এই ধরনের প্রায় ৩০০ অস্থায়ী কর্মী রয়েছেন। পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল লোপামুদ্রা অধিকারীর দাবি, খুব তাড়াতাড়ি বিষয়টির সমাধান হয়ে যাবে।


অন্যদিকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বন্ধ রয়েছে জলপাইগুড়ির পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে। দ্রুত ফের পরিষেবা চালুর দাবিতে মুখ্যমন্ত্রীকে দাবিপত্র পাঠান এলাকার বাসিন্দারা।
অন্যদিকে জলপাইগুড়ি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে বেশ কয়েক দিন ধরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কাজ বন্ধ। ওয়ার্ডের বাসিন্দাদের বাড়িতে জমে রয়েছে আবর্জনা। 


ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মণীন্দ্র নাথ বর্মনের হাতেও স্মারক লিপি তুলে দেন ওয়ার্ডের বাসিন্দারা। তাঁদের বক্তব্য, বেশ কয়েক দিন থেকে বাড়িতে নোংরা তোলার সিটিভ্যান যাচ্ছে না। অস্বাস্থ্যকর পরিবেশ। 
কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন বলেন, ওয়ার্ডে নোংরা তোলার জন্য সমস্যা হচ্ছে। হয়তো কয়েক দিনের মধ্যেই এর সমাধান হয়ে যাবে।

Comments :0

Login to leave a comment