Trump

এবার বিশেষ আমদানিতে শুল্কের হার শূন্য করছে আমেরিকা

আন্তর্জাতিক

ফের পিছালেন ট্রাম্প। আমেরিকায় তৈরি হয় না বা উৎপাদন কম এমন বিভিন্ন পণ্যে আমদানি শুল্ক পুরোপুরি তুলে দেওয়ার নির্দেশিকা জারি করেছে হোয়াইট হাউস। 
আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সই করা নির্দেশিকায় বলা হয়েছে যে ‘শিল্প পণ্য রপ্তানিতে আমেরিকায় সঙ্গে সমঝোতা করেছে’ এমন বাণিজ্যিক সহযোগীদের ক্ষেত্রে আমদানি শুল্ক শুন্যে নামিয়ে আনা হচ্ছে। 
সংবাদসংস্থা জানাচ্ছে যে নিকেল, সোনা, ওষুধ তৈরির কাঁচামাল এবং রাসায়নিকে আমদানি শুল্ক শূন্য করা হচ্ছে। দ্বিতীয়বার রাষ্ট্রপতির আসনে বসার পর থেকে টানা সাত মাস কেবল শুল্ক বাড়িয়ে বাণিজ্য সহযোগীদের সঙ্গে সংঘাতের রাস্তাতেই থেকেছেন ট্রাম্প। 
তবে পর্যবেক্ষকরা জানাচ্ছেন এবারই প্রথম পিছালেন আমেরিকার রাষ্ট্রপতি এমন নয়। কারণ চীন বা মেক্সিকোকে কড়া শুল্ক শাসানি দিয়ে আমেরিকাকেই পালটা শাসানির মুখে পড়তে হয়। চীন আমেরিকার পণ্যে পালটা আমদানি শুল্ক বসিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত, সাময়িক বিচারে হলেও, সমঝোতার পথ নিতে হয়েছিল ট্রাম্পকে। 
নির্দেশিকায় বলা হয়েছে, ‘সমঝোতা করেছে এমন সহযোগীদের’ থেকে ৪৫ ধরণের পণ্য আমদানিতে শুল্কের হার শূন্য করা হচ্ছে সোমবার থেকে। 
ট্রাম্প বলেছেন, ‘সহযোগী দেশ বোঝাপড়া অনুযায়ী আমেরিকার পণ্য তাদের দেশে বিক্রির রাস্তা কতটা খোলা রাখছে সেই বিষয়টি বিবেচনা করা হবে।’ 
সোনার আমদানিতে একাধিক ক্ষেত্রে ছাড় রাখতে চেয়েছেন ট্রাম্প। আমেরিকাকে উল্লেখযোগ্য মাত্রায় সোনা বিক্রি করে সুৎজারল্যান্ড। তাদের ওপর ৩৯ শতাংশ আমদানি শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। সুৎজারল্যান্ডের সঙ্গে বাণিজ্য সমঝোতা চূড়ান্ত করতে পারেনি তাঁর প্রশাসন। 
এলইডি সরঞ্জাম, গ্রাফাইট আমদানিতেও ‘সমঝোতায় রাজি সহযোগী’ দেশের পণ্যে আমদানি শুল্ক চাপানো হবে না বলে জানানো হয়েছে নির্দেশিকায়।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন