Kuno National Park

কুনো জাতীয় উদ্যানে ৩ চিতা শাবকের জন্ম

জাতীয়

মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে একটি মহিলা চিতা তিনটি শাবকের জন্ম দিয়েছে। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব এই তথ্য নিশ্চিত করেছেন তার টুইটারে। 
১৬ জানুয়ারী কুনো ন্যাশনাল পার্কে নামিবিয়ার চিতা শৌর্য মারা যাওয়ার কয়েকদিন পর এই ঘটনা। ২০২২ সালে ভারতে আফ্রিকান চিতাদের নিয়ে আসার পর এটি ১০তম চিতা মৃত্যুর ঘটনা।

মৃত্যুর সঠিক কারণ পরিষ্কার নয় এবং ময়নাতদন্তের পরই তা জানা যাবে, বন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে।
এর আগে, ৩ জানুয়ারি কুনো জাতীয় উদ্যানে নামিবিয়ার একটি চিতা তিনটি শাবকের জন্ম দেয়।

চিতা প্রকল্পের অধীনে, মা চিতা জ্বালা সহ ১৭ সেপ্টেম্বর, ২০২২-এ নামিবিয়া থেকে ৮টি চিতা আনা হয়েছিল।

Comments :0

Login to leave a comment