‘‘প্রচারের পর্বে দেখা গিয়েছে সমাবেশে লোক হচ্ছে না বিজেপি’র। আর ‘এক্সিট পোল’ দেখাচ্ছে তাদের পক্ষে বিপুল জনাদেশ। আসলে গণনার আগে বিজেপি’র পক্ষে সহায়ক পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে।’’
বুথ ফেরত সমীক্ষা প্রসঙ্গে সোমবার এই মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। এদিন লক্ষ্ণৌয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি।
যাদব বলেছেন, ‘‘বিজেপি’র জন্য নির্বাচনের দায়িত্ব সামলেছে এমন সংস্থাও ‘এক্সিট পোল’ করেছে। বিজেপি এই নির্বাচনে সম্প্রীতিতে আঘাত করেচএ। বিদ্বেষ ছড়িয়েছে। বিজেপি’র মেয়াদেই দেশে মহিলাদের ওপর অত্যাচার বেড়েছে। বেনিয়মে নজির গড়েছে বিজেপি। মূল্যবৃদ্ধি, বেকারির চাপে দেশ নাজেহাল। মানুষ তার জবাব দিতে চেয়েছেন।’’
প্রচার পর্বে উত্তর প্রদেশে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির যৌথ জনসভায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। ফুলপুরে সভা ছেড়ে চলে আসতে হয়েছে অখিলেশ এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতেও ব্যাপক সাড়া দেখা গিয়েছে।
বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’ সপ্তম দফা নির্বাচন শেষ হওয়ার পরই দিল্লিতে বৈঠক করে। জানানো হয় অন্তত ২৯৫ আসন পাবে বিজেপি বিরোধী এই মঞ্চ। এদিনও সেই বক্তব্যে অনড় রয়েছেন বিরোধী নেতা নেত্রীরা। কংগ্রেসের সংসদীয় নেতা সোনিয়া গান্ধী এদিন সকালেও বলেছেন বুথফেরত সমীক্ষার ফল মিলবে না। মানুষ ভোট দিয়েছেন ‘ইন্ডিয়া’-কেই।
অখিলেশ বলেছেন, ‘‘বিজেপি’র দশ বছরের অন্যতম চিহ্ন হয়েছে দেশে বৈষম্য বেড়ে যাওয়া। গরিব আরও গরিব হয়েছে, ধনীরা আরও অর্থের মালিক হয়েছে। দেশের বিপুল অংশ এই নীতির বিপক্ষে। তাই তাঁদের সাড়া মিলেছে প্রচারে।’’
AKHILESH EXIT POLL
এক্সিট পোল’ মিলবে না, আত্মবিশ্বাসী অখিলেশও
×
Comments :0