ARGENTINA ELECTION

আর্জেন্টিনায় প্রাথমিক পর্বে এগিয়ে অতি দক্ষিণপন্থী প্রার্থী

আন্তর্জাতিক

অতি দক্ষিণপন্থী প্রার্থীর পক্ষে পড় সর্বাধিক ভোট। লাতিন আমেরিকার সাম্প্রতিক প্রবণতার তুলনায় ভিন্ন মত দেখা গেল আর্জেন্টিনার নির্বাচনের। 

অতি দক্ষিণপন্থী ‘লিবার্টি অ্যাডভ্যান্সেস’ প্রার্থী জাভিয়ের মিলেই ৩০ শতাংশের বেশি ভোট। রবিবার প্রাথমিক পর্বের ভোট হয়েছে আর্জেন্টিনায়। অনুমানের তুলনায় বেশিই ভোট পেয়েছেন এই প্রার্থী। প্রধান বিরোধী রক্ষণশীল দলগুলির জোটকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়েছে। আর সরকারে আসীন পেরোনিস্ট জোট ২৭ শতাংশ ভোট পেয়ে নেমে গিয়েছে তৃতীয় স্থানে। 

আর্জেন্টিনায় সবচেয়ে বড় সঙ্কট মূল্যবৃদ্ধি। জীবনমান বজায় রাখতে নাজেহাল হচ্ছেন সেদেশের মানুষ। সরকারি হিসেবেই মূল্যবৃদ্ধির হার ১১৬ শতাংশ। মিলেই সরকারকে আক্রমণ করেছেন এই ব্যর্থতা দেখিয়েই। তিনি প্রাথমিক ফল ঘোষণার পর বলেছেন, ‘‘বারবার পুরনো কায়দা ব্যর্থ হলে নতুন কৌশল নিতে হয়।’‘ কিন্তু নতুন কৌশল কী? অতি দক্ষিণপন্থী শক্তিগুলির এই প্রার্থী চাইছেন আর্জেন্টিনার মুদ্রাকে পুরোপুরি ডলারের অধীন করে ফেলতে। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার প্রধান সহযোগী করার লক্ষ্যই মূল এই শক্তির। 

Comments :0

Login to leave a comment