দুই গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ালো শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ৪নম্বর ওয়ার্ডে। সোমবার সকালে ওই ওয়ার্ডের জ্যোতিনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দ্বন্দ্ব চলাকালীন ছোঁড়া পাথরের আঘাতে এলাকা বাসিন্দাদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন।
জানা গেছে, শনিবার রাত থেকেই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী হামলা চালায় আরেক গোষ্ঠীর উপর। হামলার ঘটনায় পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়। ফের রবিবার মধ্য রাত থেকে দফায় দফায় জ্যোতিনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলে। অভিযোগ, সোমবার সকালে দুই গোষ্ঠীর ঝামেলার চলাকালীন পাথর ছোড়াছুড়ি শুরু হয়। ফলে এলাকার একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছে এলাকার বেশ কয়েকজন। দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বের খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী। চলে আসেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর, ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর সহ পুলিশের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকেরা। পরিস্থিতি আয়ত্ত্বের বাইরে চলে যাওয়ায় র্যা ফ নামানো হয়। পুলিশ পিকেট বসানো হয়েছে এলাকায়। বাড়তি পুলিশবাহিনীও মোতায়েন করা হয়েছে এলাকায়। রুটমার্চ চলেছে।
গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা প্রসঙ্গে এদিন শিলিগুড়ির কমিশনার সি সুধাকর বলেছেন, ঘটনাটি ঘটেছে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলার জেরে। পাথর ছোড়াছুড়ি হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনরকম গুজবে কান না দেওয়ার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আবেদন জানিয়েছেন।
Siliguri
দুই গোষ্ঠীর সংঘর্ষ, শিলিগুড়িতে উত্তেজনা

×
Comments :0