Ahan

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিল দুবছরের আহান

রাজ্য জেলা

মায়ের সাথে ছোট আহান

বয়স দু বছর, এখনও ভালো করে কথা ফোটেনি। তার আগেই আইকিউ টেস্টে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করেনিল পান্ডুয়ার আহান ইসলামের।

শুরুটা হয়েছিল বইয়ের ছবি দেখে। মাছ, ফল, ফুল চিনতে শিখছে ছেলে দেখে অ্যাকোয়ারিয়াম কিনে তাতে রঙিন মাছ রেখেছিলেন আজহারুল ইসলাম মোল্লা। মাছ চেনার পাশাপাশি ফল, ফুল, বিভিন্ন দেশের পতকা, গ্রহের নাম অনায়াসেই বলে দিতে পারে আহান।

ছেলের এই আইকিউ দেখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথি ভুক্ত করেন আহানের মা অঙ্কিতা নাথ। তিনি জানান, সেপ্টেম্বর মাসের পনরো তারিখে আবেদন করার পর আইকিউ টেস্টের ভিডিও পাঠানো হয়। দিন পাঁচেক পরে জানানো হয় আইকিউ টেস্টে পাশ করেছে আহান।

গত সোমবার শংসাপত্র ও মেডেল এসে পৌঁছায় পান্ডুয়ার জয়পুর রোডের বাড়িতে। ছেলের কীর্তিতে খুবই খুশি পরিবার। তবে খুদে আহানের কোন ভ্রুক্ষেপ নেই তা নিয়ে। রেকর্ডের শংসাপত্র ও মেডেল নিয়ে খেলতে ব্যাস্ত সে।

 

Comments :0

Login to leave a comment