বল খেলায় ভাই-বোনের মধ্যে ঝামেলায় উত্তেজিত হয়ে ৮ বছরের শিশুকে কুপিয়ে খুনের অভিযোগ কাকার বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বসিরহাটের মাটিয়া থানা এলাকার গাঙাটি গ্রামে। খুনের অভিযোগ মৃত শিশুটির পরিবারের। ঘটনার পর পলাতক অভিযুক্ত। পুলিশ অভিযুক্তের বাড়িতে তালা লাগিয়ে খোঁজ শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির উঠানে বল নিয়ে খেলা করছিল ৮ বছরের আমিনুর জামান ও অভিযুক্ত কামরুল মণ্ডলের মেয়ে। কামরুল সে সময় কুড়ুল দিয়ে কাঠ কাটছিল। বল নিয়ে দুই ভাই বোনের মধ্যে ঝামেলা শুরু হলে কামরুল উত্তেজিত হয়ে কুড়ুল দিয়ে এলোপাতাড়ি কোপায় আমিনুরকে। বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে জখম অবস্থায় শিশুটিকে নিয়ে গেলে চিকিৎসক আমিনুরকে মৃত ঘোষণা করেন। শোকস্তব্ধ গাঙাটি গ্রাম।
BASIRHAT
৮ বছরের শিশুকে কুপিয়ে খুনের অভিযোগ

×
Comments :0