Super cup

জানুয়ারিতে ফের বড় ম্যাচ

খেলা

 

বছর ঘুরলেই সুপার কাপ। ফেডারেশন আগেই জানিয়ে দিয়েছিল জানুয়ারিতে সুপার কাপ আয়োজন করবে। এদিন ফেডারেশনের বৈঠকে গ্রুপ বিন্যাস ঠিক হয়। সেখানে একই গ্রুপ রাখা হয়েছে কলকাতার দুই প্রধানকে। অর্থাৎ গ্রুপ এ’ তে রয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সুপার কাপের গ্রুপ পর্যায়েই ফের বড় ম্যাচ হবে। মোহনবাগান-ইস্টবেঙ্গল ছাড়াও এই গ্রুপে রয়েছে হায়দরাবাদ এফসি ও আই লিগের প্রথম স্থানে থাকা দল (আগামী ২৪ ডিসেম্বর অবধি যে দল শীর্ষে থাকবে তাঁরা এই গ্রুপে যোগ দেবে)।  মহামেডান স্পোর্টিং যদি প্রথম স্থানে থাকে, কিন্তু তাঁরা তো সুপার কাপে খেলবে না বলে জানিয়েছে, তাঁদের পরবর্তী দ্বিতীয় স্থানে যে থাকবে, সেই দল সুযোগ পাবে। আগামী ৯ জানুয়ারি থেকে শুরু সুপার কাপ। ভুবনেশ্বর ও কটক মিলিয়ে হবে গ্রুপ পর্যায়ের ম্যাচ। চারটে গ্রুপ থেকে একটি করে টিম সরাসরি যাবে সেমিফাইনালে। ফাইনাল ২৮ জানুয়ারি। 


 

এ দিকে, কলিঙ্গ সুপার কাপে প্রতি দল একসঙ্গে ৬জন করে বিদেশি খেলাতে পারবে। সে ক্ষেত্রে অবশ্য ৬ বিদেশির একজনকে এশিয়ান কোটার ফুটবলার হতে হবে। সুপার কাপে চ্যাম্পিয়ন দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ খেলার জন্য যোগ্যতা অর্জন করবে। 



 

গ্রুপ বি: কেরালা ব্লাস্টার্স, নর্থইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি, আই লিগ ২


গ্রুপ সি: মুম্বই সিটি এফসি, চেন্নায়িন এফসি, পঞ্জাব এফসি, আই লিগ ৩


গ্রুপ ডি: গোয়া এফসি, ওডিশা এফসি, বেঙ্গালুরু এফসি, আই লিগ ৪

Comments :0

Login to leave a comment