Chopra Incident

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ব্যবসায়ীকে খুনের অভিযোগ

জেলা

এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল তার বন্ধুদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চোপড়ার কালাগছ এলাকায়। জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ গাড়ি ব্যবসায়ী বিনয় সরকারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধুরা। দুপুর দুটোর পর থেকে মোবাইলে আর যোগাযোগ করতে পারে নি পরিবারের লোকেরা। রাতে এক পরিচিত ব্যক্তি গিয়ে খবর দেন বিনয় একটি হোটেলে মদ খেয়ে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। বাড়ির লোক হোটেলে পৌঁছালে দেখতে পান যে হোটেলের ঘর থেকে তাকে অসুস্থ অবস্থায় বাইরে বের করা হচ্ছে। এরপর তাকে চোপড়ার দোলুয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বলেন তার মৃত্যু তিন থেকে চার ঘণ্টা আগে হয়েছে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের দ্বারস্থ হয় মৃতের পরিবার। তাদের অভিযোগ, যারা তার সাথে মদ খেয়েছিল তারা কোথায় গিয়েছে? যদি মদ খেয়ে বিনয় অসুস্থ হয় তাহলে তার সাথে যারা ছিল তারা কেন অসুস্থ হয়নি? আর বিনয় অসুস্থ হলে কেন তাদেরকে তারা জানাননি? হোটেল থেকেও কেন তাদেরকে জানানো হয়নি? খবর দেওয়া হয় চোপড়া থানায়। চোপড়া থানার পুলিশ হোটেলটি সিল করে দেয় এবং হোটেল মালিককে গ্রেপ্তার করে ও পুলিশ খোঁজ চালাচ্ছে তার বন্ধুদের। মৃতদেহের ময়নাতদন্ত করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। বিনয় সরকারের মৃত্যুতে এলাকার শোকের আবহ তৈরি হয়েছে।  দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার।
 

Comments :0

Login to leave a comment