Haltu

হালতুতে কালি পুজোকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল

কলকাতা

কালি পুজোকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ হালতুতে। আক্রান্ত হলেন সাধারণ মানুষ। হালতু বাজার সংলগ্ন নবীন সংঘ ক্লাবের মণ্ডপে ভাঙচুর করে একদল দুষ্কৃতি। যারা এই হামলা চালিয়েছে তারা কলকাতা পৌরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীরা। অভিযোগ প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষ (বর্তমানে ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর) এই পুজোর উদ্বোধন করে ছিলেন। স্থানীয় কাউন্সিলরের সাথে সুশান্তর দ্বন্দ দীর্ঘ দিনের। সিন্ডিকেট নিয়ে বচসা দুই পক্ষের। সেই বচসা এবার গড়ালো মণ্ডপে।

শনিবার রাতে যখন এই ঘটনা ঘটে সেই সময় কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা হয়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি একজন। গোটা ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় এক ব্যাক্তি বলেন, ‘‘দীর্ঘদিন ধরে এই পুজো হচ্ছে কখনও এই ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু শেষ কয়েক বছর ধরে সরাসরি রাজনীতির সাথে যুক্ত ব্যাক্তিরা পুজোর মাথায় বসেছে তার পর থেকেই পরিবেশ খারাপ হতে শুরু করেছে।’’

থানায় অভিযোগ জানানো হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। উল্লেখ্য মণ্ডপ রাস্তার যেই ধারে হয় তা কসবা থানার অধিনে। মঞ্চ যেই দিকে হয়েছে তা আবার গড়ফা থানার এলাকা।   

Comments :0

Login to leave a comment