Villagers protest

দুর্গন্ধযুক্ত নোংরা জল সরবরাহের অভিযোগে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ

জেলা

একাধিকবার তৃণমূল এবং বিজেপি কাউন্সিলরদের জানিয়েছেন। একাধিকবার পৌরসভায় গিয়ে জানিয়েছেন। কিন্তু জানানোই সার হয়েছে। দুর্গন্ধযুক্ত নোংরা জল দিয়েই চলেছে পৌরসভা। তাই বাধ্য হয়ে আমরা ঘরের কাজ ফেলে রাস্তা অবরোধ করেছি। যতক্ষণ না আমাদের দাবি অনুযায়ী পরিশ্রুত ব্যবহারের যোগ্য জল পাচ্ছি ততক্ষন এই অবরোধ চলবে। জানালেন গৃহবধূ টিগরী সাহা,মঞ্জু নাথ সহ অন্যান্য অবরোধকারী মহিলারা। তৃণমূল কংগ্রেস পরিচালিত ২৩টি ওয়ার্ড বিশিষ্ট বসিরহাট পৌরসভা। লোকসভা নির্বাচনে এই একই দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। ফেল সপ্তাহের প্রথমদিন অর্থাৎ সোমবার পৌরসভা এবং স্থানীয় ১২ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও ১৩নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে উঠলো দুর্গন্ধযুক্ত নোংরা জল সরবরাহ করার অভিযোগ। এই দুটি ওয়ার্ডে পৌরসভার যে জলের লাইন দেওয়া হয়েছে তা থেকে নোংরা,পচা গন্ধ জল বার হচ্ছে। সেই জল কেউ ব্যবহার করতে পারছে না। জল ব্যবহার করলে চর্মরোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। পরিশ্রুত জলের দাবিতে এদিন বেলা ১১টা নাগাদ উভয় ওয়ার্ডে বসবাসকারী মহিলা,পুরুষ মিলিতভাবে এলাকার ঘড়িবাড়ি মোড়ে টায়ার জ্বালিয়ে টাকীরোড অবরোধ করে। ফলে বসিরহাট বারাসাত যাওয়ার লাইফলাইন টাকী রোড অবরুদ্ধ হয়ে পড়ে। ব্যাহত হয় যানবাহন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ আসে। কথা বলে অবরোধকারীদের সাথে। কিন্তু অবরোধকারীরা অনড় থাকে। তারা বারবার বলতে থাকেন পরিশুদ্ধ জল সরবরাহ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই অবরোধ বিক্ষোভ চলবে। শেষমেশ দুঘন্টা পর অবরোধ উঠে যায়। স্বাভাবিক হয় যান চলাচল।

Comments :0

Login to leave a comment