Women Commits Suicide

ক্ষুদ্র ঋণের জালে আত্মঘাতী মহিলা

খেলা

ফের মাইক্রোফিনান্সের ঋণের জালে ফেঁসে এক মহিলা আত্মঘাতী হয়েছেন। এর আগেও এই জেলায় একাধিক মহিলা ও পুরুষ বউ বন্ধকী ঋণ নিয়ে শোধ করতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এবার বর্ধমান থানার চৈত্রপুরে এক খেতমজুর মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঘরে বাঁশের কাঠামোয় নিজেরই ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি ওড়না কেটে নামিয়ে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতার নাম পারুল ঘোষ(২৮)। বেসরকারি ব্যাংকের ঋণের কিস্তির টাকা জোগার করতে না পেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। ঘটনার বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে থানা। পুলিশের কাছে দেওয়া বয়ানেও পরিবারের লোকজন ব্যাংকের ঋণের কথা জানিয়েছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, পারুল খেতমজুরের কাজ করতেন। তাঁর স্বামী একটি রাইসমিলের কর্মী। বছর খানেক আগে তিনি একটি বেসরকারি ব্যাংক থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। প্রতি সপ্তাহে তাঁকে ৫০৫ টাকা করে কিস্তি মেটাতে হত। আগামী বৃহস্পতিবার তাঁর কিস্তি জমা করার কথা ছিল। কিন্তু, তিনি টাকা জোগার করতে পারছিলেন না। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পাশাপাশি মাইক্রোফিনান্সের বাউন্সার’রা তাঁর উপর ঋণ শোধ করার জন্য চাপ দিচ্ছিল বলে অভিযোগ। সেই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে সে বাধ্য হয় বলে জানিয়েছেন মৃতার পরিবার। মৃতার স্বামী মহাদেব ঘোষ বলেন, কিস্তির টাকা জোগার করা নিয়ে পারুল ভীষণ চিন্তিত ছিল। তার জেরেই ও আত্মহত্যা করেছে।
 

Comments :0

Login to leave a comment