দীর্ঘদিন ধরেই চলত গাঁজার আসর। বারণ করা সত্ত্বেও কোনও হেলদোল নেই। বাধ্য হয়ে বিষয়টির তীব্র প্রতিবাদ করেন এক যুবক। তাতেই প্রাণনাশের হুমকি নেশারুদের, রীতিমত মারধর করা হল ওই যুবককে। উত্তর ২৪পরগনার হাসনাবাদের ভেবিয়া সাদিগাছি পশ্চিমপাড়ার ঘটনা।
গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদী যুবককে বেধড়ক মারধর করা হয়। প্রতিবেশীরা উদ্ধার করে নিয়ে আসে টাকী গ্রামীণ হাসপাতালে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমপাড়া সংলগ্ন একটি মেছো ঘেরির পাশে বসে গাঁজা খাচ্ছিলো অল্প বয়সী ৫-৬ জন যুবক। তার প্রতিবাদ করেন এলাকারই বাসিন্দা আলাউদ্দিন মন্ডল। প্রতিবাদ করায় প্রথমে শুরু হয় বচসা। এরপর তাকে ব্যাপক মারধোর করে, এমনকি মেরে জলকরের জলে চুবিয়ে খুনের চেষ্টা হয় বলে অভিযোগ। স্থানীয় যুবক শেখ সাজ্জাদ দেখতে পেয়ে ওই যুবকদের হাত থেকে কোনক্রমে তাঁকে উদ্ধার করে এবং তাঁর চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসেন। আলাউদ্দিনকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে এবং পরে টাকী গ্রামীণ হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আলাউদ্দিনকে। এরপর আলাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Comments :0