BOOK TOPIC \ KAG NOY — SOURAV DUTTA \ NATUNPATA \ 25 DECEMBER 2024

বইকথা \ কাগ নয় \ সৌরভ দত্ত \ নতুনপাতা \ ২৫ ডিসেম্বর ২০২৪

ছোটদের বিভাগ

BOOK TOPIC  KAG NOY  SOURAV DUTTA  NATUNPATA  25 DECEMBER 2024

বইকথা  

‘কাগ নয়’ একটি ছোটগল্পের এক অপূর্ব ভুবনায়ন  

সৌরভ দত্ত  

নতুনপাতা

 

অসামান্য শিশু সাহিত্যিক লীলা মজুমদার।লেখিকার ছোট ছোট গল্প কথায় ছড়ানো রয়েছে অসংখ্য মণিমুক্ত।গল্প পড়ার নেশা তৈরি করে দেন লেখিকা।’কাগ নয়’ সেরকমই এক ছোটগল্পের সংকলন। প্রথম নাম গল্পে বুদো এক অপূর্ব চরিত্র।সেই বুদো “নাক টেনে গালের মধ্যে জিভ পুরে পানের টুপলির মতো বানিয়ে, হিসেব করে দেখল ওরা যেখানে বসে আছে সেটা ওরা যেখানে বসে আছে সেটা ওর নাগালের মধ্যে ”।বুদো অত্যন্ত ভাবুক চরিত্র।তাঁর চিন্তায় আসে–“মনে হল সেই আফ্রিকায় কোন্ মরুভূমির মাঝখানে ভ্রমণকারীরা আশ্চর্য ডিম পেয়েছিল”।‘আষাঢ়ে গল্প’ গল্পে “আষাঢ় মাসের প্রথম দিন শুরু হল। বর্ষা এই এল বলে গরম তো নয় অল্প।”‘তানির ডাইরি’ গল্পে একটা অরণ্যের বর্ণনা ফুটে ওঠে। গল্পের শেষাংশে রয়েছে–“এক বছর কেটে গেছে।আমি আজকাল দৌড়ই।ভুষো দৌড়ায়। শিবুর দাদুর কাছে আমার লিখতে পড়তে শেখা হয়ে গেছে।সবাই অবাক।আমি স্কুলে যাই ।বলিনি এ-বনটা বড় ভালো!” ‘আনন্দ-জগৎ’ গল্পে লেখিকার বর্ণনা অসাধারণ–“আমার ছেলেবেলাটা কেটেছিল শিলং পাহাড়ে।সে শহর তখন অন্য রকম ছিল। পরিস্কার পরিচ্ছন্ন, নিরিবিলি,পাখির ডাক আর সরলবনের পাতার মধ্যে দিয়ে বাতাস বইবার শো-শো ছাড়া কোনো শব্দ নেই।”‘কুঁকড়ো’ গল্পে দেখা যায়–“অমন সুন্দর পাখি, ঘরে একটু ময়লা করলে করলে কি হয়–কুমু ভেবে পায় না।”‘ আগুনি-বেগুনি’ গল্পে দেখা যায়–“এক-ই রকম দুই পুতলি।নাম তাদের আগুনি-বেগুনি” ।বইটি খুব গুরুত্বপূর্ণ ও শিশু কিশোর সাহিত্যের অসামান্য সম্ভার।

বইয়ের নাম–‘কাগ নয়’
প্রকাশক–আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড 
প্রচ্ছদ ও অলংকরণ–দেবাশিস দেব

Comments :0

Login to leave a comment