বিস্ফোরণে কেঁপে উঠলো ভদ্রেশ্বর থানা এলাকা। শুক্রবার ভদ্রেশ্বরের ভ্রমরদীঘি এলাকায় আজকে ব্যানার্জীতে ডিভিসির ক্যানেল পরিস্কার করার সময় তীব্র বিস্ফোরন ঘটে।শুক্রবার সকালে ডিভিসির ক্যানেল পরিস্কার করছিলো পাঁচ জন ঠিকা কর্মী।ক্যানেলের থেকে দুই ফুট দূরে কাপড়ে মুরে রাখা ছিলো বোমা জাতীয় কিছু।ঠিকা কর্মী রা সেখানে হাত দিতেই সকল সাড়ে নটা নাগাদ বিস্ফোরন ঘটে।ঘটনাস্থলে দুজন আহত হয়।আহত দের চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেরে দেওয়া হয়া। স্হানীয় বাসিন্দার কাজল রানি ঘোষ জানান তীব্র আওয়াজ কেপে ওঠে এলাকা।এই এলাকা বরাবর শান্ত,কিন্ত এমন ঘটনা আগে কখনও ঘটেনি।প্রশাসনের নজর নেই।সন্ধ্যা নামার পর থেকেই নেশারুদের উপদ্রব থাকা যায় না।পুলিশ কে বহুবার জানিয়েছি। আওয়াজ এতোটাই তীব্র ছিলো যে কাঁচের জানালা কেপে ওঠে।
আরেক স্হানীয় বাসিন্দার মদন দাস জানান বিস্ফোরক জাতীয় কিছু ছিলো। ঘটনা স্থলে দুজন আহত হয়েছে। আগুন এতোটাই তীব্র যে পাশে থাকা গাছের পাতা জ্বলে যায়। সমাজবিরোধী ছারা এই কাজ আর কে করবে।
ঘটনাস্থলে আসে ভদ্রেশ্বর থানার পুলিশ।আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা।
Bomb explosion
ভদ্রেশ্বরে বিস্ফোরণ!
×
Comments :0