শহরে কর্মহীনতার হার ৭ শতাংশের কাছেই থেকেছে ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম তিন মাসে। জানুয়ারি থেকে মার্চে শহরে কর্মহীনতার হার হয়েছে ৬.৭ শতাংশ। তার আগের অর্থবর্ষে এই তিন মাসেই শহরে কর্মহীনতা বা বেকারির হার ছিল ৬.৮ শতাংশ।
কর্মহীনতার এই তথ্য বের করেছে কেন্দ্রীয় সরকারই। শ্রম মন্ত্রকের পর্যায়ক্রমিক সমীক্ষা রিপোর্টে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে। আগের অর্থবর্ষের তুলনায় সামান্য হ্রাস পেলেও স্বাধীনতার পরে কর্মহীনতার এই হার রয়েছে সর্বোচ্চ স্তরেই। ১৫ বছর এবং তার ওপরের অংশে কর্মহীনতার হার দেখিয়েছে এই সমীক্ষা।
শ্রম মন্ত্রকের পর্যায়ক্রমিক সমীক্ষার তথ্য দেখাচ্ছে মহিলাদের কর্মহীনতার হার ২০২৪’র জানুয়ারি-মার্চে ৮.৫ শতাংশ। ২০২৩’র এই তিন মাসে মহিলাদের কর্মহীনতার হার ছিল আরও বেশি, ৯.২ শতাংশ। শহরাঞ্চলেই মহিলাদের শ্রমশক্তিতে অংশ নেওয়ার হার চলতি বছরের প্রথম তিন মাসে ২৫.৬ শতাংশ হয়েছে গত বছরের এই তিন মাসে হার ছিল ২২.৭ শতাংশ।
পুরুষ এবং মহিলা ধরে সাধারণভাবে শহরাঞ্চলে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৫০.২ শতাংশ, এক বছর আগে তা ছিল ৪৮.৫ শতাংশ। আগের বছরের তুলনায় বাড়লেও শিল্পোন্নত দেশের তুলনায় ভারত অনেকটা পিছিয়েই।
ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক জানাচ্ছে যে ইউরোপে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ২০২৩-এ ছিল ৭৪.৭ শতাংশ।
বেসরকারি সমীক্ষা সংস্থা সিএমআইই যদিও জানাচ্ছে গত বছরের ডিসেম্বরে কর্মহীনতার হার ছিল ৮.৭ শতাংশ। সরকারের শ্রম মন্ত্রকের পর্যায়ক্রমিক সমীক্ষায় চলতি বছরের জানুয়ারি-মার্চে তার তুলনায় কর্মহীনতা কম দেখালেও দাঁড়িয়ে রয়েছে উঁচু স্তরেই। ২০১৯’র নির্বাচনের আগে, কোভিড পর্বেরও আগে, জাতীয় সমীক্ষা সংগঠনের রিপোর্ট আটকে দেওয়া হয়েছিল। তখনই ৬.৯ শতাংশ বেকারির হার ধরা পড়েছিল। স্বাধীনতার পর ওই হারই ছিল সর্বোচ্চ।
২০২০’র কোভিড পর্বে লকডাউন এবং স্বাস্থ্যবিধির কারণে কর্মহীনতা লাফিয়ে দুই অঙ্কে যায়। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার তিন বছর পরও বেকারির হার সর্বোচ্চ স্তরেই রয়েছে।
unemployment rate PLFS
বেকারির হার চড়াই, দেখাচ্ছে শ্রম মন্ত্রকের সমীক্ষা
×
Comments :0