All India Strike

দাসত্বের ফরমান খারিজ, ধর্মঘটে শামিল সমুদ্র থেকে হিমাচল

জাতীয়

সিমলার পাহাড়ি রাস্তায় মিছিল শ্রমজীবীদের।

ওড়িশা থেকে গুজরাট, পুব থেকে পশ্চিম প্রান্তে জোরালো প্রভাব পড়ল ধর্মঘটের। হিমাচল প্রদেশের শিমলায় পাহাড়ি রাস্তায় নেমেছে জনতার ঢল। বিক্ষোভ আছড়ে পড়েছে তামিলনাডুতে।
শ্রম কোডের বিরুদ্ধে শ্রমজীবীর বিক্ষোভ ছুঁয়ে গিয়েছে গোটা দেশকে। গভীর প্রভাব পড়েছে জনজীবনে। স্লোগান প্রধানত এক, শ্রম কোডের নামে দাসত্বের ফরমান মানব না। ছিনিয়ে নিতে দেব না শ্রমজীবীর অধিকার।
ত্রিপুরায় বহু এলাকা ছিল জনশূন্য। সর্বাত্মক প্রভাব পড়েছে কেরালাতেও। 
দেশের বহু জায়গায় আশা, অঙ্গনওয়াড়ি এবং মিড ডে মিল কর্মীরা বিপুল সংখ্যায় রাস্তায় নেমেছেন। এই মহিলারা মিছিল করেছেন বিহারের লক্ষ্মীসরাইয়ে। আবার পাঞ্জাবের লুধিয়ানায় তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা। লুধিয়ানা বাস স্ট্যান্ডে বিশাল জমায়েতে যোগ দিয়েছেন পরিবহণ কর্মীরাও। 
মুম্বাইয়ে সিয়াট সংস্থার দপ্তরের সামনে অবরোধ, পিকেটিং করেন সিআইটিইউ কর্মীরা। প্রায় সর্বত্র কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং জাতীয় ফেডারেশন সমূহ একজোটে নেমেছে ধর্মঘটে। যোগ দিয়েছেন কৃষক, খেতমজুর, মহিলা, ছাত্র, যুবরা। 
রাজধানী দিল্লির রাস্তায় ব্যানার হাতে মিছিল করেছেন শ্রমজীবীরা। রাস্তা আটকে গিয়েছে। চলেছে ধর্মঘটকে সফল করার আহ্বানে প্রচার। উত্তর প্রদেশের দাদরিতে আদানি গোষ্ঠীর সিমেন্ট কারখানায় বন্ধ ছিল উৎপাদন। 
হৃষিকেশ-কর্ণপ্রয়াগে রেল প্রকল্পে যুক্ত নির্মাণ শ্রমিকরা কাজ বন্ধ রেখে শামিল হয়েছে ধর্মঘটে। 
কর্ণাটকের হুব্বালিতে ধর্মঘটের জেরে ব্যাহত হয় যান চলাচল। বহু মানুষ সাড়া দিয়েছেন শ্রম কোড বিরোধিতার ডাকে। রাজধানী শহর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ব্যাপক সংখ্যায় সমবেত হয়েছেন শ্রমিক কর্মচারীরা।

Comments :0

Login to leave a comment