Mizoram

মিজোরামে ২৩ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু

জাতীয়

মিজোরামে নির্মীয়মান রেল সেতু ভেঙে মৃত্যু হয়েছে ২৩ জন শ্রমিকের। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। মিজোরামের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সাইরাং-এ এই ঘটনাটি ঘটেছে। প্রশাসন সূত্রে খবর ৩০-৪০ জন শ্রমিক ওই সময় কাজ করছিলেন। 
মৃতদের মধ্যে অধিকাংশ পশ্চিমবঙ্গের। মালদহের বহু মানুষ ওই এলাকায় যান পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করার জন্য। তারা ওই রেল সেতু নির্মান কাজের সাথে যুক্ত ছিলেন। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী যেই ২৩ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রতুয়া-২ নম্বর বল্কের ১৬ জন, ইংরেজবাজারের ৫জন, গাজোলের ১ জন, কালিয়াচক-১ ব্লকের ১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
এদিন সকালে গ্রামে এই দুর্ঘটনার খবর পৌঁছায়। প্রথম দিকে মিজোরাম প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে ১৭ জনের মৃত্যু হয়েছে। কিন্তু উদ্ধার কার্য শুরু হওয়ার পর থেকে ক্রমশ বাড়তে থাকে মৃতের সংখ্যা। এই পরিস্থিতি মৃত পরিযায়ী শ্রমিকদের বাড়ির পাশে দাঁড়িয়েছে স্থানীয় সিআইটিইউ নেতৃত্ব। তারা পরিবারের সাথে দেখা করে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

Comments :0

Login to leave a comment