তারাপীঠে থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ২ জনের। ঘটনায় আহত হয়েছেন ৩ জন। রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর হুগলী জেলার গুরাপ থানার অন্তর্গত বসিপুরে। পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গেছে,মৃতদের নাম ইরা মান্না(৬৫) ও সুমিত কুমার জানা(৫১)। সম্পর্কে শাশুড়ি ও জামাই। আহতরা হলেন রামনীয়া জানা, সৌরজিত জানা, ও সৌরদীপ জানা। তাদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ও আহতরা বেহালার বাসিন্দা। একই পরিবারের সদস্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিার বিকালে একটি চার চাকা গাড়ি তারাপীঠ থেকে কলকাতার দিকে ফিরছিল। হুগলির গুড়াপের কাছে বশিপুর এলাকায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে ফেরার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে স্বজোরে ধাক্কা মারে। দ্রুত গতিতে থাকার কারণে চারচাকা গাড়িটি লরির তলায় ঢুকে যায়। দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় ২ জনের। চালক সহ গাড়িতে পাঁচ জন ছিলেন। বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। চাকা গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। পুলিশ ক্রেনের সাহায্যে গাড়িটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। জানা গেছে শনিবার স্বপরিবারে বেহালার ব্যবসায়ী সুমিত কুমার জানা তার স্ত্রী,দুই পুত্র ও শাশুড়িকে নিয়ে তারাপীঠ যান। সেখানে থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Comments :0