2 fellow jawans were shot dead by suicide jawans, 8 others were injured

সহকর্মী ২ জওয়ানকে গুলি করে আত্মঘাতী জওয়ান, আহত আরও ৮

জাতীয়

এক সিআরপিএফ জওয়ান তাঁরই দুই সহকর্মীকে গুলি করে হত্যা করেছে। তারপরে নিজেকেও গুলি বিদ্ধ করেছে। ঘটনা ঘটেছে মণিপুরের ইম্ফলে ল্যামসাংয়ে সেনা ছাউনিতে। সূত্রের খবর তাঁর ছোড়া গুলিতেই আরও ৮ জন জওয়ান আহত হয়েছে। আহত জওয়ানদের স্থানীয় রিজিওন্যাল ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয়েছে। এক কনস্টেবল এবং এক সাব ইনস্পেক্টরকে লক্ষ্য় করে গুলি চালান ওই জওয়ান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দু'জনের।
বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ হঠাৎ নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালাতে শুরু করেন সঞ্জয় কুমার নামের ওই জওয়ান। তিনি সিআরপিএফের ১২০ নম্বর ব্যাটালিয়নে হাবিলদার পদে কর্মরত ছিলেন। মনিপুর পুলিশের তরফে এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করা হয়েছে। সিআরপিএফের তরফে জানানো হয়েছে এই ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।

Comments :0

Login to leave a comment