দোলের দিন মার্মান্তিক দুর্ঘটনা নদীয়ার চাপড়ায়। টোটো ও চারচাকার মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ তিনজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। ঘটনায় আহত অন্তত ১০ জন। আহতদের চাপড়া ও শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। চিকিৎসাধীন অবস্থায় আরও চার জনের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে এদিন নাকাশিপাড়া থেকে টোটোয় চেপে চাপড়ায় বাজার করতে এসেছিলেন কয়েকজন। ফেরার পথে চার চাকার গাড়ির সঙ্গে টোটোর সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় শিশু-সহ তিনজনের। স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাপড়া থানার পুলিশ। আহতদের কয়েকজনকে চাপড়া হসাপাতাল ও কয়েকজন শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে দুর্ঘটনায় মৃতদের নাম রহিমা বিবি(৩৪), সান্তনা মণ্ডল(৩৩), তাকরিম মল্লিক(৩), আরিফা বিবি(৩৫), অনৈত ঘোষ(৩৫), রোহন শেখ(১৫) এবং পুতুল মল্লিক(২৬)।
আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সুরজ আলী মন্ডল (৩২), মধুসূদন পাল(৫৬) , লাবলী মন্ডল(২৫), কল্পনা মন্ডল(১৭) ,দেবাশীষ টিকাদার(৩৫) এবং সেরিনা খান (৬০)।
পুলিশের অনুমান ঘাতক স্করপিও গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।
Comments :0