Surat building collapse

জগুজরাটে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭

জাতীয়

গুজরাটে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাত। আশঙ্কা করা হচ্চে  ধ্বংসস্তূপে আটকে এখনও বহু মানুষ। শনিবার দুপুরে ওই ছতলা বাড়িটি ভেঙে পড়ার ঘটনাটি ঘটে। মোট ৩০টি ফ্ল্যাট ছিল। বেশিরভাগ খালি ছিল। অনেকেই সে সময়ে ওই বহুতলের ছিলেন। রবিবার দুপুর পর্যন্ত ধ্বংসস্তূপে মধ্যে অনেকেই আটকে রয়েছেন বলে অনুমান প্রশাসনের। শনিবার সন্ধ্যায় ধ্বংসস্তূপ থেকে এক মহিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রাতে তিন জনের দেহ উদ্ধার করা হয়। গভীর রাতে আরও চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। সুরাট পুলিশের কমিশনার অনুপস সিং গেহলট জানিয়েছেন, ‘‘ওই বহুতলে ৩০টি ফ্ল্যাট ছিল। আচমকাই বহুতল ভবনটি ভেঙে পড়ে। সেখানে কয়েকটি পরিবার থাকত।  কীভাবে ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন ধ্বংসস্তূপের মধ্যে। মৃতের সংখ্যা সাত।’’ 
সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, প্রবল বর্ষার জেরেই সুরাটেরর সচিন পালি গ্রামে বহুতল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। সারা রাত ধরে উদ্ধারকাজ চলেছে। এখনও উদ্ধারকার্য চলছে। বাড়িটি ভেঙে পড়ার প্রায় ২২ ঘণ্টা পরও ধ্বংসস্তূপে আরও প্রায় বেশ কয়েকজন আটকে আছে বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। মাত্র আট বছর আগে তৈরি হয়েছিল এই বহুতলটি।

Comments :0

Login to leave a comment