প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফর খবর উডিয়ে দিলেন অধীর চৌধুরী। এই খবর ছড়ানোর পর জাতীয় কংগ্রেসের পোস্টে অধীর চৌধুরীকে প্রদেশ সভাপতি সম্বোধন ই করা হয়।
রাতে অধীর নিজেও সংবাদ মাধ্যমে বলেন, তিনিই প্রদেশ সভাপতি। মশলা দিয়ে খবর করা হয়েছে। ইস্তফা তিনি দেননি।
শুক্রবার প্রদেশ কংগ্রেস লোকসভা নির্বাচনে ফলাফল পর্যালোচনার বৈঠক করে। তারপর কংগ্রেসের জাতীয় নেতৃত্বের কাছে অধীর ইস্তফার চিঠি পাঠিয়েছেন বলে খবর হয়।
বরং, এদিন বিকেলে জাতীয় কংগ্রেসের ‘এক্স’ (অতীতে টুইটার) হ্যান্ডেলে অধীর চৌধুরীর নেতৃত্বে নিট-ইউজিসি পরীক্ষায় বেনিয়মের বিরুদ্ধে বিক্ষোভের ছবি ছাপানো হয়েছে। পোস্টে অধীর চৌধুরীকে রাজ্য কংগ্রেসের সভাপতি বলেই উল্লেখ করা হয়েছে।
সংবাদমাধ্যমের অধীর চৌধুরী বলেছেন, ‘‘মল্লিকার্জুন খাড়গে দলের সভাপতি হওয়ার পর কোনও রাজ্যেই নতুন করে রাজ্য সভাপতি নিয়োগ করা হয়নি। যখন রাজ্যে পূর্ণ সময়ের সভাপতি নিয়োগ করা হবে আপনারা জানতে পারবেন।
Comments :0