পিক-আপ জিপে যাচ্ছিলেন তিন যুবক। আচমকাই তাঁদের পথ আটকায় একদল লোক। বাদানুবদোর পর হামলা করে তাঁদের ওপর। বলতে থাকে কাঠ চুরি করার জন্য এলাকায় ঘুরছে পিক-আপ জিপ। হামলায় নিহত হয়েছেন এক যুবক। জানা গিয়েছে তাঁর নাম ওয়াসিম। গুরুতর আহত তাঁর দুই সঙ্গী। রাজস্থানের আলোয়ারের এই ঘটনায় আহত হয়েছে এক বনরক্ষীও।
রাজস্থানের আলোয়ার জেলার বানসুর তহসিলের রামপুর এলাকায় এই ঘটনায় আহত ওয়াসিমের তুতো ভাই আসিফ এবং বন্ধু আজহারউদ্দিন। ২৭ বছরের ওয়াসিমকে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা করেছে সামাজিক সংগঠন ‘আওয়াজ’।
নিমরানার অতিরিক্ত পুলিশ সুপার জগরাম মিনা সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘শুক্রবারের এই ঘটনায় তদন্ত চলছে। তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। তাঁদের একজন গুরুতর আহত। রামপুরের নারোল গ্রামে গণ্ডগোলের খবর পেয়ে পৌঁছায় পুলিশ বাহিনী। গিয়ে দেখা যায় তিন যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে আছে।’’
রাজস্থানের কংগ্রেস সরকারের মন্ত্রী প্রতাপ খাচারিইয়াবাস জানিয়েছেন আহতদের সব রকম সহায়তা দেবে রাজ্য। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। পুলিশ যদি ঘটনার সময় ব্যবস্থা না নিয়ে থাকে তা’হলে ব্যবস্থা নেওয়া হবে পুলিশের বিরুদ্ধেও।’’
‘আওয়াজ’ বিবৃতিতে রবিবার বলেছে, ‘‘এই আলোয়ার জেলাতেই নিরীহ দুধ ব্যবসায়ী পেহলু খানকে পিটিয়ে হত্যা করেছিল একদল লোক। বিক্রির জন্য গরু নিয়ে যাচ্ছে এই অজুহাতে বিজেপি মদতপুষ্ট তথাকথিত গোরক্ষক বাহিনীর দুষ্কৃতীরা তাঁকে পিটিয়ে মারে। সংখ্যালঘু হওয়ার কারণেই চোর অপবাদ দিয়ে নীতি পুলিশের ভূমিকা নিয়ে দুষ্কৃতীরা তাদের মেরেছে। ’’
"আওয়াজ" রাজ্য কমিটির পক্ষে সভাপতি অধ্যাপক সাইদুল হক ও সম্পাদক রুহুল আমিন গাজী বলেছেন, ‘‘রাজস্থান রাজ্য সরকারের কাছে দাবি, ওয়াসিমের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’’
রাজস্থানের হরিয়ানা সংলগ্ন এলাকা মেওয়াতের বিভিন্ন অঞ্চলে গোরক্ষার নামে একের পর এক হত্যা হয়েছে। হত্যার তদন্তে বাধাও দিয়েছে হরিয়ানার বিজেপি সরকার। মেওয়াত অঞ্চলে হরিয়ানার অংশে নুহে চলতি মাসেই সাম্প্রদায়িক হিংসা তীব্র হয়েছে। প্রাণ হারিয়েছেন ৬ জন। বজরঙ দলের সঙ্গে যুক্ত স্বঘোষিত গোরক্ষকরা উসকানি দিয়েছে হিংসায়, তার বিভিন্ন ছবিও ছড়িয়েছে। বিভিন্ন অংশের বক্তব্য, নুহের হিংসা নতুন করে উন্মত্ততা ছড়াচ্ছে এই এলাকায়। বেছে বেছে মুসলিম যুবকদের ওপর নানা অজুহাতে হামলা চালানো হচ্ছে।
Comments :0